করোনার থাবা থেকে বাঁচতে ইতিমধ্যে সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) থাকতে শুরু করেছেন দিলীপ কুমার, অনুপ জালোটা, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর খান, সাইফ আলি খানের মতো আরও অনেক তারকা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।
সুস্থ থাকতে বিগ বি স্বেচ্ছায় ঘরবন্দি থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (১৮ মার্চ) হাতে স্ট্যাম্প দেওয়া একটি ছবি পোস্ট করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।
শেয়ার করা ছবিটির ক্যাপশনে অমিতাভ বচ্চন লিখেছেন- “সতর্ক ও সচেতন থাকুন। করোনা ধরা পড়লে আইসোলেশনে চলে যান।”
জানা গেছে- অমিতাভ বচ্চনের হাতের স্ট্যাম্পে ভোটের কালি ব্যবহার করেছে মহারাষ্ট্র সরকার। যাতে সহজে কালি না ওঠে তাই এই ব্যবস্থা।
শুধু অমিতাভ বচ্চন নয়, রাখি সাওয়ান্তও তার হাতে স্ট্যাম্প দেওয়া একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যেখানে তিনি জানান, ‘মুম্বাই বিমানবন্দরে হাতে স্ট্যাম্প মারার কাজ চলছে। যদি এই স্ট্যাম্প লাগানো কোনও ব্যক্তিকে রাস্তায় কেউ দেখতে পান, তাহলে তাদের দ্রুত বাড়ি যেতে বলুন।’