কান উৎসব জুন-জুলাইয়ে

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 15:14:29

করোনাভাইরাসের কারণে বেশ কয়েকদিনের জল্পনার পর অবশেষে পিছিয়ে গেলো কান চলচ্চিত্র উৎসব। শুক্রবার (২০ মার্চ) এই আয়োজন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজনের তালিকায় কান উৎসব অন্যতম। এর ৭৩তম আসর হওয়ার কথা ছিল আগামী ১২ থেকে ২৩ মে।

কিন্তু আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, উৎসবটি করতে কান শহর কর্তৃপক্ষ ও সরকারের সঙ্গে বিকল্প সময় নিয়ে আলোচনা করা হচ্ছে। তাদের আশা, আগামী জুনের শেষ নাগাদ কিংবা জুলাইনের প্রথম সপ্তাহে কান উৎসব হতে পারে।

কান কর্তৃপক্ষ বলেছে, ‘ফ্রান্স ও বহির্বিশ্বের নাগরিকদের শারীরিক পরিস্থিতির উন্নতি হলেই উৎসবের সম্ভাবনা দেখা দেবে। তখন আমাদের সিদ্ধান্ত জানাবো।’

সবকিছু ঠিক থাকলে আমেরিকান পরিচালক স্পাইক লি ২০২০ সালের কান চলচ্চিত্র উৎসবে বিচারকদের প্রেসিডেন্ট থাকবেন। গত ১৪ জানুয়ারি আয়োজকরা এই ঘোষণা দিয়েছেন।

৬২ বছর বয়সী এই নির্মাতা কানের ৭৩তম আসরের স্বর্ণ পাম জয়ী ছবি নির্বাচনের দায়িত্বে থাকা বিচারকদের প্রধান হিসেবে কাজ করবেন।

এ সম্পর্কিত আরও খবর