বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহর চলে যাওয়ার এক বছর আজ। গেল বছরের এই দিনে দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন শাহনাজ রহমতুল্লাহ। মূলত দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ১৯৯২ সালে তিনি একুশে পদক এবং ১৯৯০ সালে ছুটির ফাঁদে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এই গুণী শিল্পীর চলে যাওয়ার দিনে তার গাওয়া জনপ্রিয় কয়েকটি গানে মাধ্যমে তাকে স্মরণ করেছে বার্তা২৪.কম