টম হ্যাঙ্কস ও রিটা দম্পতির পর এবার করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ‘ক্যাসিনো রয়্যাল’ ছবির বন্ড গার্ল ওলগা কুরিল্যাংকো।
গত ১৫ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি। এরপর নিজ বাড়িতেই ছিলেন সঙ্গরোধে (কোয়ারেন্টাইন)। এবার হলিউডের অভিনেত্রী জানালেন তার সুস্থতার খবর।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে করোনাভাইরাসকে হার মানানোর খবরটি জানিয়েছেন ওলগা।
শেয়ার করা ওই পোস্টটিতে ওলগা লিখেছেন- ‘আমি এখন সম্পূর্ণ সুস্থ।’
করোনায় আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা শেয়ার করে ওলগা আরও লিখেছেন- ‘যখন করোনায় আক্রান্ত হয়েছিলাম প্রথম সপ্তাহে খুব খারাপ লেগেছিল। তীব্র জ্বর ও মাথাব্যথা নিয়ে সারাদিন বিছানায় শুয়ে ছিলাম। দ্বিতীয় সপ্তাহে জ্বর না থাকলেও ছিলো কাশি। যা আমাকে খুব দুর্বল করে দিয়েছিল। আর শেষ দিকে সবকিছু স্বাভাবিক হয়ে যায়।’