করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কণিকা কাপুর। তিনিই ছিলেন বলিউড ইন্ডাস্ট্রির প্রথম তারকা যার উপর থাবা বসিয়েছিলো এই ভাইরাসটি।
কিন্তু কোনভাবেই করোনা থেকে মুক্তি পাচ্ছিলেন না এই সংগীতশিল্পী। পাঁচবার টেস্ট করানোর পরও সেটি এসেছিলো পজেটিভ। এখন শোনা যাচ্ছে- ৪১ বছর বয়সী এই তারকার ষষ্ঠ টেস্টটি নেগেটিভ এসেছে। যদিও এ বিষয়ে চিকিৎসক বা তার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।
গত ৯ মার্চ লন্ডন থেকে ফিরে সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) না গিয়ে লখনৌর একটি পাঁচতারা হোটেলের পার্টিতে অংশগ্রহণ করেন কণিকা কাপুর। পরে ২০ মার্চ বলিউডের এই গায়িকার শরীরে করোনাভাইরাসের সন্ধান মেলে।
প্রথমে তাকে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তাকে পাঠানো হয় সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি।
বিদেশ থেকে ফিরে সঙ্গরোধে না করে পার্টিতে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।