২৪ বছরে ‘শিরোনামহীন’, প্রকাশ্যে নতুন গান

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-12 20:11:49

১৯৯৬ সালের ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ব্যান্ডদল শিরোনামহীন। সেই হিসাবে গতকাল ২৪ বছরে পা রেখেছে দেশের জনপ্রিয় এই ব্যান্ডদলটি।

এই দিনটি স্মরণীয় করে রাখতে ১৪ এপ্রিল সন্ধ্যায় ‘ক্যাফেটেরিয়া পেরিয়ে’ শিরোনামে নতুন গানটি গান প্রকাশ করেছে নিজেদের ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে। গানটি শিরোনামহীনের জন্যপ্রিয় ‘ক্যাফেটেরিয়া’ সিকুয়েল। গানটির কথা ও সুর করেছেন জিয়াউর রহমান জিয়া। গানে অতিথি হিসেবে গিটার সলো বাজিয়েছেন অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট শিশির আহমেদ। সাউন্ড মিক্স করেছেন নয়েজমাইনের শফিক ও মাস্টার করেছেন রোমানো ইরাফিচ্চি (পোল্যান্ড)।

 

জানা গেছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আশরাফ শিশিরের পরিচালনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও দীপ্ত টিভির নিজস্ব স্টুডিওতে গানটির দৃশ্যধারণ হয়েছে।এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা কাজী রাজু ও বুয়েটের একদল শিক্ষার্থী।

১৯৯৬ সালে জিয়াউর রহমান, জুয়েল ও বুলবুল একসাথে ব্যান্ডদলটি গঠন করেন। ২০০৪ সালে তাদের প্রথম অ্যালবাম জাহাজী মুক্তি পায়। প্রতিষ্ঠার পর থেকে তারা ৫টি একক অ্যালবাম এবং কিছু যৌথ অ্যালবাম প্রকাশ করেছে।

এ সম্পর্কিত আরও খবর