ঢাকাই সিনেমার অভিনেতা রানা হামিদ মারা গেছেন। একাধিক ব্যবসা সফল ছবিতে অভিনয় করা এ অভিনেতা চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ছিলেন।
শনিবার (৯ মে) রাত সাড়ে এগারটায় রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি পাকস্থলীর ক্যান্সার ও কিডনি সমস্যায় ভুগছিলেন।
নেত্রকোনা সদরে রানা হামিদের পৈতৃক বাড়ি। রোববার (১০ মে) নেত্রকোনায় জানাজা শেষে নিজ গ্রামে তাকে দাফন করা হবে।
রানা হামিদ শুধু চলচ্চিত্রে অভিনয় নয়, প্রযোজক ও পরিচালক ছিলেন।
চলচ্চিত্র ছাড়াও তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০০৯ সালের অক্টোবরে তিনি এফডিসির পরিচালক (কারিগরি ও প্রকৌশলী) হিসেবে নিয়োগ পেয়েছিলেন। নেত্রকোণা সদর থেকে জাতীয় সংসদ নির্বাচনের একাধিকবার চেষ্টা করেছেন কিন্তু মনোনয়ন পাননি। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ছিলেন তিনি।
‘ক্ষমতাবান’ ছবি দিয়ে ঢাকাই সিনেমায় রানা হামিদের অভিষেক ঘটে। ‘গ্যাং লিডার’ তার অভিনীত অন্যতম ব্যবসা সফল ছবি।