গ্রামের নাম ইরফান খান

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 13:55:40

প্রিয় তারকাকে সম্মান জানাতে কতো কিছুই না করে ভক্তরা। এরই ধারাবাহিকতায় প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের নামে মহারাষ্ট্রের ইগাতপুরি গ্রামের নামকরণ হলো।

মহারাষ্ট্রের ইগাতপুরি গ্রামে ইরফানের একটি খামারবাড়ি আছে। তাই জায়গাটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ইরফান খান’।

জীবদ্দশায় ইগাতপুরি গ্রামের বাসিন্দাদের জন্য অনেক কিছু করেছেন ইরফান খান। প্রয়াত এই অভিনেতা গ্রামবাসীর জন্য অ্যাম্বুলেন্স, কম্পিউটার, বই, রেইনকোট, সোয়েটার থেকে শুরু করে অনেক সুবিধা ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। এমনকি প্রতিটি উৎসবে তাদের ঘরে পৌঁছে দিয়েছেন মিষ্টির প্যাকেট।

এ প্রসঙ্গে ইগাতপুরি জেলা পরিষদ গোরাখ বোদকে ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘তিনি অনেক পরিবারের জন্য ফেরেশতা ছিলেন। কেউ যদি কখনও তার কাছে সাহায্যের কাছে গিয়েছেন, তিনি কখনও তাদের খালি হাতে ফিরিয়ে দেননি। ১০ বছর আগে এই গ্রামটিতে একটি বাড়ি কিনেছিলেন ইরফান খান। সেসময় তিনি এখানকার স্থানীয়দের সঙ্গে দেখা করেন এবং তাদের সহায়তা করার সিদ্ধান্ত নেন।’

দুই বছর বিরল ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর কোলন সংক্রমণে গত ২৯ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খান। তিনি ছিলেন ভারতের সবচেয়ে সেরা ও বহুমুখী অভিনেতাদের একজন। তার স্ত্রীর নাম সুতপা শিকদার। তাদের দুই ছেলে বাবিল ও আয়ান খান।

এ সম্পর্কিত আরও খবর