মায়ের হাতের রান্না করা খাবারে যেন থাকে এক অতুলনীয় স্বাদ। দীর্ঘ ৪৬ বছর পর সেই স্বাদ গ্রহণ করলেন টুইংকেল খান্না।
লকডাউনের অলস সময়গুলোতে কেউ গান গেয়ে, কেউবা কবিতা লিখে আবার কারও কেটেছে ছবি এঁকে। এই লকডাউনের সুবাদেই মায়ের হাতের রান্না করা খাবারের স্বাদ গ্রহণ করতে পারলেন অভিনেত্রী টুইংকেল খান্না।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি খাবারের ছবি শেয়ার করেছেন টুইংকেল খান্না। এর ক্যাপশনে সাবেক এই অভিনেত্রী লিখেছেন- “আমার প্রথম খাবার ভাজা ভাত তৈরি করতে মায়ের ৪৬ বছর সময় লেগেছে। মহামারী এবং লকডাউন মাকে দিয়ে এটি করালো। এখন আমি বুঝতে পারছি যে, ‘মায়ের হাতের খাবার’ এই কথাটির মানে কী।”
শুধু মা ডিম্পল কাপাডিয়ার নয়, ছেলে আরাভের হাতের রান্না করা খাবারের টেস্টও গ্রহণ করেছেন টুইংকেল। সম্প্রতি পরিবারের সদস্যদের জন্য ব্রাউনি তৈরি করেছিলেন আরাভ।
এদিকে, টুইংকেলের স্বামী অভিনেতা অক্ষয় কুমার অভিনয়ে ক্যারিয়ার শুরুর আগে দীর্ঘদিন শেফ হিসেবে কাজ করেছিলেন।