কলেজপড়ুয়া মা-ছেলে, বাড়লো অপেক্ষা

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-12-28 17:39:01

তিন বছর পর বলিউড পর্দায় ফিরলেন কাজল।
কলেজ পড়ুয়া ছেলের চঞ্চল প্রকৃতির মা তিনি। একদমই ছাড় দিতে রাজি নন ছেলেকে। সবসময় নজরে নজরে রাখার বাহানা। তাই বলে ছেলের সঙ্গে একই কলেজে ভর্তি হতে হবে!

কাজলের এমন কান্ড দেখা যাবে ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে।

তার এই ধরণের আচরণ একসময় মা-ছেলে সম্পর্কের মধ্যিখানে কাঁটা হয়ে দাঁড়ায়।

সরে যায় দুইদিকে দুইজন।

এই ছবিটি মা আর ছেলের সম্পর্কের নতুন সংজ্ঞা দেবে বলেই মনে করছেন নির্মাতা।
কথা ছিলো ‘হেলিকপ্টার ইলা’ মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর।

কিন্তু সময় পাল্টেছে এক দফা, পুরো গল্পটা দেখতে আরও অপেক্ষা করতে হবে।

কারণ, নির্মাতা প্রদীপ সরকারের অসুস্থতা।


তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

ভর্তি করতে হয়েছে হাসপাতালে।

ছবিটির প্রযোজক অজয় দেবগন, এই ছবির নায়িকা কাজলের স্বামী।

তিনি চাননা নির্মাতা ছাড়া ‘হেলিকপ্টার ইলা’র পোস্ট প্রডাকশনের কাজ শুরু হোক।

বলছেন-

পরিচালক পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফেরা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। কারণ ছবির ব্যাপারে পরিচালকের একটা ভিশন থাকে। অন্য কেউ তা বুঝবেন না।

এদিকে হাসপাতাল থেকে ছুটি নিয়ে পর্যন্ত এই ছবির কিছু অংশের শুটিং সেরেছেন নির্মাতা প্রদীপ সরকার।

সেদিন ছিলো বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের কিছু অংশের কাজ।
এটি কি আর মিস করা যায়!

হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে আন্ধেরি স্টুডিওতে চলে আসেন নির্মাতা।

শুটিংয়ের পুরো সময়টাতে স্টুডিওর বাইরে অ্যাম্বুলেন্সটি অপেক্ষা করেছে।

সঙ্গে চিকিৎসকও ছিলো, পাঠানো হয়েছে হাসপাতাল থেকে।

একই দিন অজয় দেবগন মুম্বাইর বাইরে থাকার কারণে পুরো ব্যাপারটি খেয়াল রেখেছেন কাজল।

শুটিং শেষে প্রদীপ সরকারকে আবার হাসপাতালে ফিরিয়ে নেওয়া হয়।

এখন তিনি বাসায় আছেন, পুরোপুরি বিশ্রামে।

সব কাজ শেষ করে আগামী ১২ অক্টোবর ছবিটি মুক্তি দিতে চান প্রযোজক।
এতে কাজলের ছেলের ভূমিকায় ঋদ্ধি সেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা।

 

এ সম্পর্কিত আরও খবর