‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র পর জুয়েলের ‘মানিকজোড়’

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 09:58:57

আগামী আগস্টে শেষ লটের শুটিং শুরু হবে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার। এরই মাঝে সিনেমাটির পরিচালক আবু রায়হান জুয়েল জানালেন নতুন খবর।

দীর্ঘ চার বছর পর নাটক নির্মাণে ফিরছেন তিনি। ধারাবাহিকটির নাম দেয়া হয়েছে ‘মানিকজোড়’। এর গল্প লিখছেন জনপ্রিয় কথা সাহিত্যিক আনিসুল হক। প্রায় এক দশক পর ধারাবাহিকের গল্প লিখছেন এ সাহিত্যিক। এরই মধ্যে ২৬ পর্ব লেখার কাজ শেষ হয়েছে।

এই প্রসঙ্গে আবু রায়হান জুয়েল জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ‘মানিকজোড়’ নাটকটির শুটিং অক্টোবর মাস থেকে শুরু করতে চাই। এখনও এর প্রি-প্রডাকশনের কাজ চলছে। গ্রাম থেকে ঢাকায় আসা দুই ভাইকে নিয়ে এর গল্প। একজন অতিচালাক, অন্যজন সহজ-সরল। নাটকের চরিত্রগুলো কে করবেন তা এখন ভাবা হচ্ছে। এগুলো শিগগিরই চূড়ান্ত হবে। আশা করি দর্শকরা ভালো কিছু পাবেন। এটি প্রযোজনা করবে ‘মাস্টার কমিউনিকেশন’। শিগগিরই চ্যানেলের নামও চূড়ান্ত হবে।

জুয়েল ও আনিসুল হক

আবু রায়হান জুয়েল সর্বশেষ ২০১৬ সালে নির্মাণ করেছিলেন ধারাবাহিক 'বিউটি বোর্ড’। মাঝে টিভিসি, ওভিসি ও ডকুমেন্টারি নির্মাণ করলেও নাটক নির্মাণ করেননি।

এদিকে তার ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় জুটি বেঁধেছেন পরীমনি ও সিয়াম। লেখক মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটির সহ-প্রযোজনায় আছে বঙ্গ।

এ সম্পর্কিত আরও খবর