কী, হিংসে হয়?

ছোটপর্দা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-31 07:49:17

কী, হিংসে হয়?

সোস্যাল মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে এই ডায়লগ, অতি সম্প্রতি।

সবাই-ই জানেন এর নেপথ্য।

এবার এটিকে শিরোনাম করেই নির্মিত হচ্ছে নাটক, ‘কী, হিংসে হয়?’

শুটিংয়ের ফাঁকে

নাটকটির চিত্রনাট্য লিখেছেন অভিনেতা এবং উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

নির্মাতাও তিনি।

আজ থেকে শুরু হয়েছে এর শুটিং।

শুটিংস্পট, আমিন বাজার, রাজধানী ঢাকার অদূরেই অবস্থিত।

ঈদের সংক্ষিপ্ত ছুটি শেষে অনেকেই ফিরেছেন কাজে।

সোহানা সাবা, কল্যাণ কোরাইয়া এবং গোলাম কিবরিয়া তানভীরও তাই।

জয়ের তোলা নিজস্বী

‘কী, হিংসে হয়?’-এর তিন চরিত্রে অভিনয় করছেন তারা।

গল্পে কল্যাণ ও সাবা নায়ক-নায়িকা।

সাবার স্বামী তানভীর।

জয় থাকছেন একজন টিভি সঞ্চালকের চরিত্রে।

নাটকটির গল্প কেমন, তা জানা যায় সোহানা সাবা’র কথা থেকে।

কল্যাণের ক্লিকে সাবা

তিনি বলছেন-

আমি একজন নায়িকা। কল্যাণ নায়ক। আমরা একসঙ্গে প্রচুর কাজ করি। অন্যদিকে আমার হাজবেন্ড তানভীর একজন প্রভাবশালী বিজনেসম্যান। যিনি আমাকে সন্দেহ করেন, কল্যাণকে ঘিরে। এভাবে অনেক টানাপড়েন শেষে আমি একদিন অতিথি হয়ে যাই জয় ভাইয়ার সঞ্চালনায় একটি টিভি টকশোতে। সেখানে ব্যক্তিগত নানা আলাপের মাধ্যমে আমাদের পারিবারিক সম্পর্কের ভুল বোঝাবুঝির অবসান ঘটে। তারপর আমরা সমস্বরে দর্শক কিংবা সমালোচকদের বলি- কী, হিংসে হয়?

নাটকটি প্রচার করবে টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা, এমনটাই বললেন শাহরিয়ার নাজিম জয়।

এ সম্পর্কিত আরও খবর