‘লাভ সোনিয়া’, নারীপাচারের ভয়ংকর বর্তমান

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-12-31 18:12:04

কেবল ভারতেই প্রতিদিন ২৭০ জন নারী নিখোঁজ হয়।
এই তথ্যটি নতুন করে মনে করিয়ে দিয়েছে ‘লাভ সোনিয়া’, মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা।

এটি মূলত সেক্স ট্রাফিকিংয়ের সঙ্গে জড়িত একটি আন্তর্জাতিক চক্রকে কেন্দ্র করে রচিত বাস্তব গল্প।

নারীপাচারের ভয়ংকর বর্তমান দেখানো হয়েছে এতে।

খুব সংক্ষেপেঃ

বড়বোন বিক্রি হয়ে যায় মুম্বাইয়ের নিষিদ্ধপল্লিতে। তাকে খুঁজে উদ্ধার করে আনতে বেরিয়ে পড়ে কিশোরী ছোটবোন। অতঃপর স্বেচ্ছায় জড়িয়ে যায় পুরো চক্রটির সঙ্গে। দেখা মেলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের।

এই সিনেমাটির নির্মাতা দুজন, ডেভিড উমার্ক এবং তাবরেজ নুরানি।
ডেভিডের একাংশ পরিচালনা বাদে পুরো সিনেমাটাই তাবরেজের নির্মাণ।

তিনি এর আগে ‘স্লামডগ মিলোনিয়ার’ও ‘লাইফ অফ পাই’এর মতো অস্কার জয়ী সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন।

প্রযোজনা করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলির ‘আলেক্সান্ডার’ছবিটি।

‘লাভ সোনিয়া’ সিনেমার ট্রেলারেই উঠে এসেছে নারী পাচারের ভয়ংকর ঘটনা।
বড় বোনকে খোঁজার যে লড়াই কিশোরী ছোটবোনের, তা দাগ কাটবে প্রত্যেক দর্শকমনে।

দেখুনঃ

গল্পে সোনিয়ার ভূমিকায় অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর।
এই সিনেমাটির মাধ্যমেই বলিউড পর্দায় অভিষেক হচ্ছে তার।

ম্রুনাল বলছেন-

এটা আমার সেরা চরিত্র। আমি গর্বিত এতো প্রতিভাবান অভিনেতাদের সঙ্গে আমি ডেবিউ করেছি।

‘লাভ সোনিয়া’ সিনেমায় আরও দেখা যাবে অনুপম খের, রাজকুমার রাও, আদিল হুসেন, মনোজ বাজপেয়ি, রিচা চাড্ডা, ডেমি মুর, ফ্রিদা পিন্টো সহ অনেককেই।

মনোজ বাজপেয়ি বলছেন-

ছবিটা আমার হৃদয়ের অনেক কাছের। কারণ, ১৭ বছরের এক মেয়ের তার বোনকে এভাবে খোঁজার চেষ্টা সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।

‘লাভ সোনিয়া’ মুক্তি পাবে ১৪ সেপ্টেম্বর।

এ সম্পর্কিত আরও খবর