দেবীর সঙ্গে বিশ্বরঙ, চলছে প্রচারণা

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-30 17:03:09

জয়া আহসান অভিনীত এবং প্রযোজিত সিনেমা ‘দেবী’।

সোশ্যাল মাধ্যমে চলছে এর তুমুল আলোচনা।

জয়া আহসান

‘দেবী’ দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।

জয়ার প্রভাব তো আছেই, এছাড়াও অন্যতম কারণ হুমায়ুন আহমেদ।

এটি যে মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত!

চঞ্চল অভিনয় করেছেন মিসির আলী চরিত্রে।

এতে জয়া আহসানকে দেখা যাবে রানু চরিত্রে।

ছবিটির পরিচালনায় অনম বিশ্বাস।

জয়া-চঞ্চল

যেহেতু একমাস পিছিয়েছে মুক্তির তারিখ, মধ্য অক্টোবরে মুক্তি পাচ্ছে সিনেমাটি, সময় পেয়েছেন সংশ্লিষ্টরা।

আপাতত প্রচারণা চলছে বেশ জোরেশোরে।

ফ্যাশন হাউস বিশ্বরঙ যুক্ত হয়েছে এই প্রচারণায়।

দেবী’র আলাদা ড্রেস সহ বিভিন্ন শো পিস বাজারজাতকরণ করা হবে।

এজন্য নেয়া হচ্ছে সব ধরণের প্রস্তুতি।

জয়া আহসান

প্রযোজক হিসেবে এটি যেহেতু প্রথম সিনেমা জয়ার, ফলে আলাদা একটা আবেগ কাজ করছে তার।

সেক্রিফাইস করতে হয়েছে অনেক।

জয়া আহসান বলছেন-

নিজের পারিশ্রমিকের কথা আর কী বলবো। এটি সরকারী অনুদানের চলচ্চিত্র। এর বাইরে বেশ কিছু সহায়ক প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছেন। বলতে গেলে দেবী নির্মান করতে গিয়ে আমার পকেটের সব টাকা শেষ। এরপরও কোনো আক্ষেপ নেই।

নিয়মিত প্রযোজনায় থাকতে চান জয়া।

জয়া আহসান

সেজন্যই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’ নিয়ে এগুচ্ছেন তিনি।

ইন্ডাস্ট্রির দুঃখ দূর্দশা যদি কিছুটা হলেও ঘোঁচে তাতে!

জয়া বলছেন-

আমাদেরকেই উদ্যোগ নিতে হবে। কারণ আমরাই এই ইন্ডাস্ট্র্রির দুঃখ দূর্দশা সবচেয়ে ভালো বুঝবো।

জয়া আহসান

‘দেবী’তে নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ এবং আহমেদ সাবেত চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে।

সিনেমাটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া।

এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে কেউ যদি তাদের সিনেমা হলে দেখাতে চায় ‘দেবী’, তাহলে যোগাযোগ করতে হবে সিনেমাটির ফেসবুক পেজের ইনবক্সে।

সুযোগটা আছে সবার জন্যই।

এমনটাই জানাচ্ছেন জয়া।

আরও পড়ুনঃ

জানেন তাদের আসল নাম?

যে গানটি লোকে জ্যাকসনের বলে জানেন, অথচ তা নয়!

তিন নায়ক নিয়ে কলকাতায়

‘দেবী শুধু একটি চলচ্চিত্র নয়, দেবী আমার কাছে সম্পদ’

এ সম্পর্কিত আরও খবর