এ কী ঘোর!

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2024-01-12 15:50:38

এই ঈদে যতগুলো গান মিউজিক ভিডিও সহ এসেছে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে, তুলনায় যথেষ্ট কম ভিউ।
অথচ ঘোর লাগা এক গান প্রিন্স মাহমুদের।
শুনে ফেলা যায় সারারাত, একনাগাড়ে।
বিরক্তি আসে না, মেটে না তৃষ্ণা।
ভিডিওটিও অনবদ্য।
এক পলক সময়েই ফিরিয়ে নিয়ে যায় কৈশোরে।
লোরেন মেন্ডেস এবং সায়েম স্যাম-এর রসায়ন জমেছে দারুণ।
গানটির নাম ‘ঘোর’।
এই যে এমন লাগে, কেমন যেন ওলটপালট
একে কি ভাললাগা না ভালবাসা বলে
এটা শুধু কি আমারই হয়
নাকি তোরও এমনই হয়
ছেলেমানুষি এ কোন যে মন-মধ্যে লাগে

সারাক্ষণ কেন ইচ্ছে মাতম, সাথে যদি একটু থাকি
অগোছালো তোর সমস্তটাই নিজের মধ্যে রাখি

এ কী ঘোর, এ কী ঘোর-মধ্যে থাকি
আমি তোর, আমি তোর মধ্যে থাকি

এমন কথার গানটি প্রিন্স মাহমুদের ভাষায়-

অতি সহজ-সাধারণ গান এক।

এটি তার ৫০তম অ্যালবাম ‘প্রিন্স মাহমুদ মিক্স’ থেকে নেয়া।

নিজের গানের ভিডিওতে
প্রিন্স মাহমুদ বলছেন-

তপু আর কনা প্রথম একসঙ্গে এই গানটি গেয়েছে। দুজনেই খুব ভালো গেয়েছে বলবো আমি। আর আমিও চেষ্টা করেছি গানটিতে ওদের বেস্ট আউটপুট বের করতে। আর ভিডিওটি দেখে আমার দারুণ লেগেছে। ছোট দুটো বাচ্চার প্রেমময় ঘোরের গল্প। ওদের সঙ্গে ভিডিওতে একটু করে আমিও ছিলাম! যদিও নিজেকে পর্দায় দেখতে অস্বস্তি লাগে।

তপুর সঙ্গে কনা প্রথমবার
কনা বলছেন-

সবারই স্বপ্ন থাকে প্রিন্স মাহমুদের গান গাইবে। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। তার গান গেয়ে অনেক প্রশংসাও পেয়েছি। এবার তপু ভাইয়ের সাথে প্রথমবারের মতো গাইলাম। এটাও শ্রোতারা খুব আগ্রহসহকারেই গ্রহণ করবে। অনেক ভালো একটি কাজ হয়েছে।

গানটি শুনতে এবং দেখতেঃ
‘ঘোর’ ছাড়াও প্রিন্স মাহমুদের অন্য একটি গানের লিরিকাল ভিডিও এসেছে এবারের ঈদে।

এলিটা করিমের গাওয়া ‘কবি’।
কে এই কবি?

এলিটা বলছেন-

বাঙালি মাত্রই কবি। যারা এ গানের কবিদের মতো এলোমেলো, তাদের প্রত্যেকেই ভাবছেন, যেন তাকেই বার্তা দিয়েছি। আসলে গানটি সবার জন্য। প্রিন্স মাহমুদ নিজেই একজন কবি। তিনি চমৎকার একটি লিরিক লিখেছেন, যে কারণে গানটি সবাই পছন্দ করছে।

এ সম্পর্কিত আরও খবর