বুশরার নতুন চমক

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-25 09:27:27

বুশরা শাহরিয়ার, গান করেন বেছে বেছে।

বেশ আগেই শুরু করেছেন ‘বাংলাদেশ’ সিরিজ।

তিনটি গান করেছেন এরই মধ্যে, এই সিরিজের।

বুশরা

তারপর উড়ে গেছেন দিল্লী, পড়াশুনার কাজে।

ঢাকায় ফিরেছেন সম্প্রতি।

হাতে নিয়েছেন ‘বাংলাদেশ’ সিরিজের নতুন প্রজেক্ট, ‘খেলাধুলার বাংলাদেশ’।

বাংলাদেশের খেলাগুলোকে একটি গানের মাধ্যমে সারাবিশ্বের কাছে তুলে ধরার প্রয়াস এটি।

বুশরা বলছেন-

আমার চেষ্টা বাংলাদেশের খেলাগুলোকে একটি গানের মাধ্যমে সারাবিশ্বের কাছে তুলে ধরা। এরমধ্যে অনেক রকমের খেলা আমাদের গ্রামবাংলা থেকে হারিয়েও গেছে। সেই ভাবনা থেকেই খেলাগুলোকে একসঙ্গে তুলে আনার এই চেষ্টা। জানি না কতটুকু পেরেছি। তবে চেষ্টার কোনও কমতি রাখিনি।

বুশরার সঙ্গে মুস্তাফিজ

বিশেষ এই গানের ভিডিওতে মডেল হয়েছেন দেশের অনেক তারকা খেলোয়াড়।

ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু।

বুশরা বলছেন-

ভিডিওটির বাড়তি চমক হিসেবে থাকছে দেশের বিভিন্ন তারকা খেলোয়াড়ের অংশগ্রহণ। এতে মডেল হিসেবে দেখা যাবে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, ফুটবলার আসলাম, দাবার গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানসহ খেলার সঙ্গে জড়িত অনেকেই।

ভিডিওতে বুশরা নিজেও থাকছেন শুটার হিসেবে।

বুশরা যখন শুটার

সঙ্গে থাকছেন রাশিয়ান মডেল আর্টেম, বিদেশী পর্যটকের ভূমিকায়।

‘খেলাধুলার বাংলাদেশ’ গানটিতে কন্ঠ তো দিয়েছেনই, কথা ও সুরও করেছেন বুশরা নিজেই।

সংগীতায়োজনে ইমন চৌধুরী।

বুশরা বলছেন-

এই মিউজিক প্রজেক্টের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, দাবা, গল্ফ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আমরা। যেমন সাতচাড়া, ফুলটোকা, কেরাম, কানামাছি, কুতকুত, মার্বেল, লাটিম, হাডুডু, শুটিং, সুইমিং, জুডো, কারাতে ইত্যাদি নিয়ে একটি গল্প বলার চেষ্টা করেছি।

বুশরা

সামনেই এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট।

বুশরা মাথায় রেখেছেন এই বিষয়টি।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গানটি আসবে বুশরা শাহরিয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

শোনা যাবে জিপি মিউজিক অ্যাপেও।

গানটির পৃষ্ঠপোষক বেঙ্গল ডিজিটাল।

বুশরা

আরও পড়ুনঃ

শীর্ষে জোহানসন, বাকিদের আয় কত?

এ কী ঘোর!

দেবীর সঙ্গে বিশ্বরঙ, চলছে প্রচারণা

জানেন তাদের আসল নাম?

এ সম্পর্কিত আরও খবর