হাতে নিয়েছেন ‘বাংলাদেশ’ সিরিজের নতুন প্রজেক্ট, ‘খেলাধুলার বাংলাদেশ’।
বুশরা বলছেন-
আমার চেষ্টা বাংলাদেশের খেলাগুলোকে একটি গানের মাধ্যমে সারাবিশ্বের কাছে তুলে ধরা। এরমধ্যে অনেক রকমের খেলা আমাদের গ্রামবাংলা থেকে হারিয়েও গেছে। সেই ভাবনা থেকেই খেলাগুলোকে একসঙ্গে তুলে আনার এই চেষ্টা। জানি না কতটুকু পেরেছি। তবে চেষ্টার কোনও কমতি রাখিনি।
বুশরা বলছেন-
ভিডিওটির বাড়তি চমক হিসেবে থাকছে দেশের বিভিন্ন তারকা খেলোয়াড়ের অংশগ্রহণ। এতে মডেল হিসেবে দেখা যাবে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, ফুটবলার আসলাম, দাবার গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানসহ খেলার সঙ্গে জড়িত অনেকেই।
বুশরা বলছেন-
এই মিউজিক প্রজেক্টের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, দাবা, গল্ফ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আমরা। যেমন সাতচাড়া, ফুলটোকা, কেরাম, কানামাছি, কুতকুত, মার্বেল, লাটিম, হাডুডু, শুটিং, সুইমিং, জুডো, কারাতে ইত্যাদি নিয়ে একটি গল্প বলার চেষ্টা করেছি।
আরও পড়ুনঃ
শীর্ষে জোহানসন, বাকিদের আয় কত?