পাতা ঝরা দিনের আগমনে প্রকৃতি সেজেছে নবরূপে

, ফিচার

স্টাফ ফটো করেসপন্ডেন্ট শাহরিয়ার তামিম | 2023-08-31 17:20:32

এখন ঋতুতে হেমন্তের হিমেল হাওয়া। শিশির ভেজা ও কুয়াশা জানান দিচ্ছে, শীত আসছে! পাতা ঝরা দিনের আগমনে প্রকৃতি সেজেছে নবরূপে! ভোর থেকে গভীর রাত পর্যন্ত হেমন্তের মনোমুগ্ধর রূপ- মোহিত করে প্রকৃতি প্রেমীদের। রুপসী হেমন্তের শেষে মাঠজুড়ে পাকা ধানের কানাকানি। দূর থেকে তাকালে মনে হয়, কাঁচা-পাকা ধানে ঢেউ খেলে যায় হেমন্তের উদাস বাতাস। গাছিরা ব্যস্ত খেজুর গাছ কাটতে, কারণ আর কয়েকদিন পরেই শুরু হবে রস সংগ্রহ। হাড়িতে উঠবে সেই রস। 

যশোর জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনি এক হেমন্তের রূপ তুলে এনেছেন স্টাফ ফটো করেসপন্ডেন্ট শাহরিয়ার তামিম।

রুপসী হেমন্তের শেষে মাঠজুড়ে পাকা ধানের কানাকানি
পাতা ঝরা দিন
পাকতে শুরু করেছে ধান, কিছু দিনের মধ্যে নবান্ন উৎসব
শীতের আগে মনোমুগ্ধকর রূপে সাজে প্রকৃতি
রসের অপেক্ষায় খেজুর গাছ কেটে রেখেছেন গাছিরা
হেমন্তের মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল নীল আকাশ

এ সম্পর্কিত আরও খবর