ব্যাংকপাড়ায় অফিস ছুটির পর জমে ওঠে অলি-গলির বাজার

, ফিচার

ইয়াসিন বাবুল, কন্ট্রিবিউটিং ফটো এডিটর, বার্তা২৪.কম | 2023-08-30 22:28:51

বিকেল ৫টার পর থেকে কর্মব্যস্ত মতিঝিলের ব্যাংকপাড়ায় পড়ে ছুটির ঘণ্টা। কারো বিকেল পাঁচ টায়, কারো আবার ৬টা বা ৭টার পরে অফিস ছুটি। কর্মব্যস্ত ব্যস্ত মানুষের ঘরে ফেরাকে কেন্দ্র করে এই ব্যাংকপাড়া বিকেল থেকে বিভিন্ন অলিতে-গলিতে জমে উঠে সবজিসহ নানা পণ্যের বাজার।

এই বাজারে মেলে টাটকা সবজি ও তাজা দেশি মাছ
সিম, লাউ, ফুলকপি, বাঁধাকপি ও টমেটোসহ শীতের বিভিন্ন সবজি পাওয়া যায়
এছাড়া বাংলাদেশ ব্যাংকের দক্ষিণ পাশের গলিতে দেশি মাছের দোকান বসে
সেখানে শিং, পুঁটি, চিংড়ি, শোল ও  রূপচাঁদাসহ নানা প্রজাতির দেশি মাছ পাওয়া যায়।
দামে তুলনামূলকভাবে সস্তা, সেই সঙ্গে টাটকা
তাজা সবজি ও মাছ পাওয়া যায় বলে অফিস ফেরত কর্মজীবী মানুষ অফিসপাড়া থেকেই বাজার সদাই করেন
মতিঝিলের এই বাজার গভীর রাত পর্যন্ত চলে

 

দিন শেষে ক্লান্ত কর্মজীবী মানুষ ফ্রেশ সবজি ও মাছ কিনে ব্যাগ ভর্তি করে প্রশান্তি নিয়ে ঘরে ফেরেন

এ সম্পর্কিত আরও খবর