শহরের পথে নিরবে ফুটেছে কৃষ্ণচূড়া

, ফিচার

ফটো স্টোরি, বার্তা২৪.কম | 2023-09-01 08:47:09

বৈশাখের আকাশে ফুটন্ত সূর্য, রোদ্দুরে তপ্ত প্রকৃতি, হঠাৎ হঠাৎ মৃদু গরম হওয়া। করোনার থাবায় ভয়ার্ত রাজধানী লকডাউনের খপ্পরে। জনমানুষ শূন্য পথঘাট। জনজীবনে শঙ্কা-উৎকণ্ঠা থাকলে প্রকৃতি চলছে তার আপন মহিমায়। ফুলে-মুকুলে সেজেছে তার চিরচেনা রূপে। পঞ্জিকা অনুসারে প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল। এ ঋতুতে কখনও কালবৈশাখীর রুদ্র তাণ্ডব, কখনও রোদের খড়তাপ।

তবে রুক্ষ গ্রীষ্মেও প্রকৃতি সাজে বাহারি ফুলে। যে ফুল কেড়ে নেয় পথিকের মন। তাই গাছে গাছে ফুটেছে রক্তিম লাল কৃষ্ণচূড়া। এবার করোনার মন খারাপ সময়ে নিরবে সৌন্দর্য্য বিলাচ্ছে কৃষ্ণচূড়া। ঝলমলে রঙের খেলা আর কখনো কখনো বাতাসে সোঁদা গন্ধে আপন ছন্দ তুলে ধরেছে প্রকৃতি।

লকডাউনে থাকা রাজধানীর গ্রীষ্মের এমন রূপ তুলে এনেছেন বার্তা২৪.কম-এর সিনিয়র স্টাফ ফটো করেসপন্ডেন্ট নাভিদ ইশতিয়াক তরু।

চন্দ্রিমা উদ্যানে ডালে ডালে চোখ-ধাঁধানো রক্তলাল কৃষ্ণচূড়া পথের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ
কৃষ্ণচূড়া যেন প্রকৃতির লাল ক্যানভাস
আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে

 

 

এ সম্পর্কিত আরও খবর