তীব্র তাপদাহে তৃষ্ণার্ত কাক

, ফিচার

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 06:51:09

মাথার ওপর থেকে সূর্য তখন কিছুটা পশ্চিমাকাশে হেলে পড়েছে। যেন প্রচণ্ড আঁচে গা পুড়ে যায় যায়। গরমের তীব্রতায় সবার হাঁসফাঁস অবস্থা। মানুষের পাশাপাশি পশু পাখিরও তীব্র তাপদাহে একি অবস্থা।

আজ দুপুরে রাজধানীর একটি সড়কে দেখা যায় রাস্তায় জমে থাকা পানি পান করছে কাক। কাক রাস্তায় এভাবে পানি খেতে সচরাচর দেখা যায় না। তারা থাকে সাধারণত সিটি কর্পোরেশনের ভাগাড় এলাকায়। কিন্তু, রাজধানীতে গত কয়েকদিনের তীব্র তাপদাহে পানির খোঁজে রাস্তায় নেমে এসেছে কাক।

রাস্তায় জমে থাকা পানি পান করছে তৃষ্ণার্ত কাক

রাজধানী ঘুরে দেখা যায়, তীব্র তাপদাহে প্রাণচাঞ্চল্য হারিয়েছে পশু পাখি। অধিকাংশ এলাকায় দেখা যাচ্ছে রাস্তায় পড়ে থাকা সামান্য জমা পানিতে ভোরের ঘুম ভাঙ্গা কাক তৃষ্ণা মেটানোর চেষ্টা করছে। এমন তীব্র গরমে রাজধানী বাসীকে সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, এমন তাপদাহ চলবে আরও কিছুদিন। ফলে রাজধানী বাসীর সহসা মুক্তি মিলছে না এই তাপদাহ থেকে।

এই গরমে এতটুকু পানি পেয়েই যেন খুশি সে

একদিকে মহামারি করোনায় বিপর্যস্ত জনজীবন। অন্যদিকে, গত কয়েক দিনের টানা তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীর মানুষের জীবন। দেশে কয়েক দিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। চলতি মৌসুমে সোমবার (১৯ এপ্রিল) সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল যশোরে।

এ সম্পর্কিত আরও খবর