দাবদাহ

, ফিচার

ফিচার ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 05:48:26

তীব্র গরমে ওষ্ঠাগতপ্রাণ। জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গরমে স্বস্তি পেতে মহিষের পাল নেমে পড়েছে রাস্তার খাদের পানিতে।

কুষ্টিয়া-পাবনা সড়কের তালবাড়িয়া থেকে ছবিটি মোবাইলবন্দী করেছেন বার্তা২৪.কম এর কন্ট্রি্বিউটিং এডিটর মাহমুদ হাফিজ।

এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, সোমবার (২৪ মে) থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দেশের কিছু জেলা উপজেলায় তাপপ্রবাহ কমতে পারে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’–এ পরিণত হয়েছে। সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ইয়াসের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ সম্পর্কিত আরও খবর