বংশী নদীতে মাছ শিকারে জেলের জাল

, ফিচার

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 07:46:56

দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই। জ্যৈষ্ঠ্যের কড়া রোদের তাপ তখন কিছুটা কমে আসে। এ সময় নদীর অল্প পানিতে নানা জাতের মাছের বিচরণ। পেশাদার জেলেরা দিনের এই সময়টার অপেক্ষায় থাকেন গুড়া ও মাঝারি সাইজের মাছ শিকারের জন্য।

নদীতে মাছ ধরতে ঝাঁকি জাল ফেলছেন জেলে

সাইজ বিবেচনায় এসব মাছ ধরতে সব থেকে বেশি ব্যবহৃত হয় ঝাঁকি জাল। নির্দিষ্ট জায়গা ও কপাল ভালো হলে একবার জাল চালিয়েই পাওয়া যায় কয়েক কেজি মাছ। শিকারের পরেই খালোইয়ে ভেতর ছটফট করতে থাকা এসব মাছ নিয়ে জেলেরা রওনা হন পার্শ্ববর্তী কোন বাজারে।

ঝাঁকি জাল দিয়ে গ্রামের নদীতে প্রচুর মাছ ধরা হয়

ওই সব বাজারে নিমিষেই বিক্রি হয়ে যায় দেশী ও সুস্বাদু এসব মাছ।

উল্লখিত চিত্রটি নদীমাতৃক গ্রাম বাংলার চিরচেনা রূপ। গত শুক্রবার (১ জুন) ধামরাই বংশী নদীতে জেলের মাছ ধরার খণ্ড চিত্র ধারণ করেছেন বার্তা২৪.কম- এর ফটোগ্রাফার।

এ সম্পর্কিত আরও খবর