ছোট লীল, বুক সাদা ও পাড়কা মাছরাঙা

, ফিচার

ফটো স্টোরি, বার্তা২৪.কম | 2023-09-01 20:29:41

পৃথিবীতে নানা প্রজাতির পাখি রয়েছে। এর মধ্যে অসম্ভব সুন্দর পাখি মাছরাঙা! মাছরাঙা মাছ শিকারি পাখি। ডোবা, জলাধার, পুকুর, বিলি-ঝিলের পাশে গাছের ডালে মাছরাঙাকে দেখা যায়। গাছের ডালে থেকে সুযোগ বুঝে পানির মধ্য হতে ‘ছো’ মেরে মাছ শিকার করে। যদিও এখন সচারচর মাছরাঙা পাখি তেমন একটা চোখে পড়ে না।

মাছরাঙার ইংরেজি নাম Kingfisher, বৈজ্ঞানিক নাম Alcedo atthis, আলসেডিনিডি গোত্র বা পরিবারের অন্তর্গত আলসেডো গণের অন্তর্গত রঙচঙে খুদে মৎস্যশিকারি পাখি। পৃথিবীব্যাপী ৯৪ প্রজাতির মাছরাঙা রয়েছে, বাংলাদেশে ১২ প্রজাতির মাছরাঙা আছে। এগুলোর মধ্যেও সব মাছরাঙা চোখে পড়ে না।

রোববার (১১ জুলাই) রাজধানীর অদূরে কেরানীগঞ্জের জলাধারের পাশে তিন প্রজাতির মাছরাঙা বার্তা২৪.কম’র স্টাফ ফটো করেসপন্ডেন্ট মো. হাসানের ক্যামেরাবন্দি হয়েছে।  

ছোট নীলকান মাছরাঙা। এরা নীল মাছরাঙা লম্বায় প্রায় ১৮ সে.মি.। গায়ের উপরের পালক উজ্জ্বল নীল, শরীরের কিনারে ও ডানায় সবুজের ছোঁয়া আছে
নীল মাছরাঙার মাথায় কালচে নীল রঙের টানাটানা দাগ। পায়ের রঙ লাল। কোন জলাশয়ের পাশের খাড়া ঢালে গর্ত করে বাসা বানায়। ৫-৭টি ডিম পাড়ে। বাংলাদেশের সবখানেইে এই মাছরাঙা আছে
সাদা বুক মাছরাঙা। লম্বায় ২৮ সে.মি। মাথা, ঘাড় ও পেট গাঢ় বাদামি রঙের। চিবুক, গলা ও বুকের উপর সবুজের আভা আছে
সাদা বুক মাছরাঙার একটা কালচে পট্টি থাকে ডানার পাশে। ওড়ার পালক কালো, গোড়ার দিকে উপর সাদা ছোট। লম্বা ভারী সূচালো চঞ্চু

 

ছিট/পাড়কা মাছরাঙা। এর ইংরেজি নাম Pied Kingfisher আর বৈজ্ঞানিক নাম Ceryle rudis
পাড়কা মাছরাঙার সাদা আর কালো পালকে মেশানো থাকে শরীর যার আকার প্রায় ১৭ সেমি

দেশের খাল বিল রক্ষা করা না গেলে বাঙালির প্রিয় খাবার বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্তি হয়ে যাচ্ছে। এর সাথে বিলুপ্তি হচ্ছে মাছ শিকারি মাছরাঙাও।

এ সম্পর্কিত আরও খবর