মুখে মাস্ক নেই, পুলিশের ধাওয়া খেয়ে গুণলেন জরিমানা!

, ফিচার

ফটো স্টোরি, বার্তা২৪.কম | 2023-08-30 05:32:39

সরকার ঘোষিত বিধিনিষেধ শিথিল হলেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে মাঠে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছেন ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে বসেছে মোবাইল কোর্ট।

 মাস্ক না পরার কারণে পুলিশের হাত থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন এই পথচারীরা

এ সময় যারা মাস্ক না পরে, স্বাস্থ্যবিধি অমান্য করে চলাফেরা করছেন তাদের জরিমানাসহ বিভিন্ন ধরনের শাস্তির মুখোমেখি হতে হচ্ছে।

রোববার (১৮ জুলাই) সায়দাবাদ বাস টার্মিনালে মোবাইল কোর্ট পরিচালনার সময় পুলিশ সদস্যদের সামনে পড়েন মাস্ক ছাড়া কয়েকজন পথচারী।

পুলিশ সদস্য ও পথচারীর মধ্যে চোর পুলিশ খেলা

তারা পুলিশ-ম্যাজিস্ট্রেট দেখেই দেন ভোঁ-দৌড়! পুলিশ সদস্যরাও কম যান না পিছনে ধাওয়া করেন। শেষ-মেষ পাকড়াও করে নিয়ে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে।

এই পথচারী মাস্ক না পরে বাইরে আসায় একবারেই পড়লেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে

নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১০০ টাকা জরিমানা করেন। জরিমানা গুণে মাস্ক পরে টার্মিনাল ছাড়েন পথচারী। 

 

এ সম্পর্কিত আরও খবর