জলাবদ্ধতা ডেঙ্গুর ঝুঁকি বাড়াচ্ছে

, ফিচার

ফটো ফিচার | 2023-09-01 10:49:48

করোনা আতঙ্কের মাঝে এখন দেখা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক। ডেঙ্গুর মৌসুম শুরু হলেই নগরবাসী আতঙ্কিত হয়ে পড়ে।

ঋতু বদলের পালায় দেশে এখন বর্ষাকাল। বৃষ্টিপাতের কারণে এই সময়ে দেশে ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ে মশাবাহিত ডেঙ্গু রোগ। এডিস মশা এ রোগের জীবাণু বহন করে। নির্মাণাধীন ভবনের অস্থায়ী চৌবাচ্চা, মেঝেতে জমিয়ে রাখা পানি এবং দোকান অধ্যুষিত এলাকায় ডাবের খোসা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এ সময় এডিস মশা বংশবিস্তার করে। রাজধানীর মাইতুল থেকে তোলা তেমনি কিছু চিত্র তুলে ধরেছেন বার্তা২৪.কম-এর আলোকচিত্রীরা।

জমে থাকা পানিতে এডিসের লার্ভা দেখা যাচ্ছে। ছবি: বার্তা২৪.কম

 

রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে তোলা। ছবি: বার্তা২৪.কম

এ সম্পর্কিত আরও খবর