আলোচনায় করোনায় তৃতীয় ডোজ 'বুস্টার শট'

, ফিচার

ড. মাহফুজ পারভেজ, অ্যাসোসিয়েট এডিটর, বার্তা২৪.কম | 2023-08-30 05:09:07

সারা বিশ্বে সর্বশেষ পরিসংখ্যানে ২১ কোটির বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৪৪ লাখের বেশি মানুষ। বাংলাদেশ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে সাড়ে চৌদ্দ লক্ষাধিক ও পঁচিশ হাজারের বেশি। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে উদ্ভূত এই প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক টিকা প্রদান শুরু হয় ২০২০ সালের শেষের দিকে। উন্নত বিশ্বে টিকা প্রদানের হার আশানুরূপ হলেও উন্নয়নশীল গরিবদেশ গুলোতে টিকা প্রদানের হার হতাশাজনক। এমন পরিস্থিতিতে আলোচনায় এসেছে করোনায় তৃতীয় ডোজ 'বুস্টার শট' প্রসঙ্গ।

আমেরিকা বিশ্বের মধ্যে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে চলতি সপ্তাহেই বুস্টার শট দেওয়ার জন্য ছাড়পত্র দিয়েছে। টিকার তৃতীয় ডোজ নেওয়ার আট মাস পর থেকেই সংশ্লিষ্ট দেশের নাগরিকরা বুস্টার শট নিতে পারবেন। অন্যান্য দেশেও কি বুস্টার শটের প্রয়োজনীয়রা রয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এখন পর্যন্ত স্বাস্থ্যবিধির পাশাপাশি টিকাকরণই করোনা সংক্রমণ রুখতে প্রধান ভরসা। বর্তমানে বিশ্ব জুড়ে চলছে কোভিড টিকাকরণ। টিকার দু'টি ডোজ দেওয়া হলেই সম্পূর্ণ টিকাকরণ হিসেবে ধরা হচ্ছে। কিন্তু করোনা রুখতে কি প্রয়োজন করোনায় তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার শটের? এবার এই প্রশ্নের উত্তর দিলেন ভারতের দিল্লিস্থ 'অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স' (এআইআইএমএস-এইমস)-এর প্রধান ডা. রণদীপ গুলেরিয়া।

সংবাদ মাধ্যমে তিনি জানান, 'করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য করোনার তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার শট আদতে কতটা কার্যকর, তা জানান জন্য এই মুহূর্তে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই। তবে পরের বছর অর্থাৎ ২০২২ সালে এই সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে।'

তিনি বলেন, 'প্রবীণদের জন্য বুস্টার ডোজ কতটা কার্যকরী সেই সম্পর্কেও কোনও তথ্য আমাদের কাছে নেই। টিকার প্রতিটি ডোজ কতটা করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করে সেই সম্পর্কিত তথ্য সংগ্রহের প্রয়োজন রয়েছে।' এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, 'করোনার বুস্টার ডোজ কতটা কার্যকরী, তা জানতে আরও বেশ কয়েক মাস সময় লাগবে। ২০২২ সালের শুরুর দিকে করোনার তৃতীয় ডোজ নিয়ে পর্যাপ্ত তথ্য আমাদের হাতে আসবে বলে আশা করছি।'

এক প্রশ্নের জবাবে গুলেরিয়া জানান, 'ভারতে কোনও একটি পর্যায়ে বুস্টার শটের প্রয়োজন রয়েছে। যে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে, সেগুলি থেকেই বুস্টার শট নিতে হবে, নাকি অন্য কোনও ভ্যাকসিন লাগবে, সেই বিষয়ে পর্যাপ্ত তথ্য না থাকায় তা সংগ্রহ করা হচ্ছে।'

প্রসঙ্গত, ভারতে কোভিশিল্ড প্রস্তুতকারক সংস্থা 'সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া' (এসআইআই)-এর চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালা জানিয়েছেন, 'কোভিশিল্ড টিকার দু'টি ডোজ নেওয়ার মধ্যে উপযুক্ত ব্যবধান হওয়া উচিত দুই মাসের এবং দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাস পরে তৃতীয় ডোজটি নেওয়া যেতে পারে।'

বিশেষজ্ঞরা মনে করেন, পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের আগেই করোনায় তৃতীয় ডোজ 'বুস্টার শট' নিয়ে অতিউৎসাহী হয়ে কোনও পদক্ষেপ নেওয়া সমীচীন হবে না।

এ সম্পর্কিত আরও খবর