ঢোড়া সাপের মাছ শিকার

, ফিচার

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 22:29:14

যদি গ্রাম বা বিল এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে দেখবেন খাল-বিল বা ডোবায় মাছ শিকার করছে সাপ।

ঢোড়া সাপ- ছবি: নাজমুল হাসান রানা/ বার্তা২৪.কম

শিকারি সিংহের মতো পানির নিচে ঘুরে ঘুরে খপ করে মাছ ধরে অপেক্ষাকৃত শুকনো জায়গায় বসে মৎস ভোজন করেন সাপ মহাশয়।

ঢোড়া সাপ- ছবি: নাজমুল হাসান রানা/ বার্তা২৪.কম

মাছ শিকারে সব থেকে পটু হলো ঢোড়া সাপ।

ঢোড়া সাপ- ছবি: নাজমুল হাসান রানা/ বার্তা২৪.কম

শুধু যে জলে ঘুরে ঘুরে এই সাপ মাছ শিকার করে এমন না। রাতের আধারে জেলের শিকার করা জমানো মাছেও হানা দেয় এই ঢোড়া।

ঢোড়া সাপ- ছবি: নাজমুল হাসান রানা/ বার্তা২৪.কম

এক রাতে অন্তত কেজি খানেক মাছ সাবার করে দিতে পারে একটি ঢোড়া সাপ এমনটা বলেন অভিজ্ঞ জেলেরা।

ঢোড়া সাপ- ছবি: নাজমুল হাসান রানা/ বার্তা২৪.কম

এই ঢোড়া সাপ দেখলেই অনেকের ভয়ে আত্মা শুকিয়ে যায়। গায়ের রং আর চলন বলনে বেশ হিংস্র মনে হলেও এটি মূলত বিষহীন সাপ।

ঢোড়া সাপ- ছবি: নাজমুল হাসান রানা/ বার্তা২৪.কম

তবে সর্পকুলে এই সাপের কদর আছে আহার যোগানদাতা হিসেবে।

ঢোড়া সাপ- ছবি: নাজমুল হাসান রানা/ বার্তা২৪.কম

এদিকে খাল বা বিল এলাকার জেলেদের কাছে এই সাপ অধিক পরিচিত মাছ চোর হিসেবে।

এ সম্পর্কিত আরও খবর