নীরবে মুগ্ধতা ছড়াচ্ছে গেঁয়ো ফুল

, ফিচার

ছাইদুর রহমান নাঈম, উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কটিয়াদী (কিশোরগঞ্জ) | 2023-08-30 04:16:54

গ্রামের আঁকাবাঁকা মেঠো পথের ধারে এবং ফসলের মাঠের আশেপাশে, ঝোপঝাড়ে এই গাছটি বেড়ে উঠে। অযত্নে অনাদরে আপনা-আপনি বেড়ে ওঠা এই গাছের ফুলগুলো দৃষ্টিনন্দিত আকর্ষণীয়। বাহারি রংয়ের অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য। যে কাউকেই সহজেই আকৃষ্ট করবে। ইচ্ছে হবে হাত বুলিয়ে ছোঁয়া আর অপলক দৃষ্টিতে তাকিয়ে সৌন্দর্য উপভোগ করার। সহজেই মনকে করবে পুলকিত।

কুয়াশা ভেজা সকালে রাস্তার পাশে ফুটে আছে অনেক ফুল। অনেকটাই আমাদের চোখের আড়ালেই থেকে যায় গাছটি। তবুও প্রকৃতিকে আপন করে নিয়ে নীরবেই তার আপন সৌন্দর্য বিলিয়ে দিয়ে যায়।

গ্রামের রাস্তার পাশেই ফুটে থাকে গেঁয়ো ফুল

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চরঝাকালিয়া গ্রামে রাস্তার পাশেই ফুটে থাকতে দেখা গেছে অনেক গেঁয়ো ফুল। এছাড়াও উপজেলার সব গ্রামেই এই ফুল ফুটছে।

কেউ বলে চ'কাম্বা, সোণবালুয়া সহ একেক এলাকায় একেক নামে চিনে থাকে এটি ।

এই গাছের বৈজ্ঞানিক নাম chukrasia tabularis A Juss এর গোত্র meliaceae অন্য নাম চিকবাছি, হিন্দি নাম চিকবাছি, তামিল মেলেইভেপু।

এই গাছটি মাটি থেকে ২০-২৫ ইঞ্চি লম্বা হয়। গাছটিতে ছোট ছোট ফল হয় এবং সাথে ফুলও ফুটে। গাছটি প্রকৃতিতে আপনা-আপনি বেড়ে উঠে।

এ সম্পর্কিত আরও খবর