উত্তরে শীতের সকাল

, ফিচার

ফটো স্টোরি, বার্তা২৪.কম | 2023-09-01 16:08:57

বাংলা দিনপঞ্জিকার পৌষ মাস শেষ হতে চলল। পৌষ মাসে থাকে হাড় কাঁপানো শীত; কিন্তু, এবার যেন শীতকাল দ্রুত পালাইপালাই করছে। তবে উত্তরের জেলাগুলো শীত তার দাপট ঠিকই বজায় রেখেছে। ওইসব অঞ্চলে শীতে জুবুথুবু জীবন, সূর্যের দেখা নেই- শীতকষ্টে ভুগছে ছিন্নমূল মানুষ।

কুড়িগ্রামের রাজারামক্ষেত্রী ও  উলিপুরের শীতের সকালের চিত্র তুলে এনেছেন বার্তা২৪.কম-এর স্টাফ করেসপন্ডেন্ট কল্লোল রায়।

শিশিরের চাদরে মোড়ানো সবুজে ঢাকা মাঠ
কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ। তবুও থেমে নেই জীবন। জীবিকার তাগিদে তাই ছুটে চলতে হয়
কুয়াশার চাদরে ঢেকে গেছে পথ, কিন্তু থেমে নেই জীবনের পথচলা
শীত মানে পিঠাপুলি হলেও শীতকালে বয়স্করাই সবচেয়ে বেশি কষ্টে থাকেন

 

এ সম্পর্কিত আরও খবর