প্রকৃতির যুগলসৌন্দর্য

, ফিচার

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-09-01 23:06:07

শস্য-শ্যামল বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক বন্ধুর নাম পাখি। এরা উড়ন্ত দূরন্ত সৌন্দর্য। তারা প্রাকৃতিক ঔদার্যের পরশ দিয়ে রয়েছে আমাদের সবুজ নিসর্গের সবখানে। তারাও সংগ্রামমুখর জীবনের আকাশে ডানা মেলে ধরে প্রতিনিয়তই।

টিকে থাকার দারুণ ব্যস্ততায় তারা রয়েছে ছুটাছুটিতে। এই চলমান জীবনপ্রণালীর মাঝে পাখিদেরও রয়েছে রাগ, ঘৃণা, আক্রমণ কিংবা মমতা, প্রেম-ভালোবাসা। তখন স্পর্শাকুল যুগলসৌন্দর্যে প্রকৃতিকে মুখরিত করে রাখে তারা।

মানুষের তৈরি বিশ্ব ভালোবাসা দিবসের মধ্যে আটকে নেই পাখিদের এই ভালোবাসা। প্রকৃতিতে তারা যখন-তখন যুগলবন্দিতে স্পর্শাকুল হয়। জন্মজন্মান্তরের স্বার্থকতা খুঁজে নেন নিজেদের মাঝে। কারো কারো চলে বছরজুড়ে প্রজননের জন্য মিলিত আহ্বান।

তারা ওভাবেই প্রতিদিনের ভালাবাসায় রাঙা। ডালে-ডালে পাতায়-পাতায় সেই ভালোবাসা স্বাক্ষর। কিংবা উড়ন্ত যুগল ডানা আকাশের বুকে মেলে ধরে সেই প্রাত্যহিক ভালোবাসার টানেই।

পাখিদের রয়েছে বৈচিত্র্যময় জীবন। কোনো কোনো প্রজাতির পাখি সারাজীবন একে অপরের হয়েই থাকে। আবার কোনো কোনো প্রজাতির পাখি শুধু তাদের প্রজনন মৌসুমে শারীরিক আকর্ষণ মেটাতে সুযোগ্য সঙ্গী খুঁজে ফেরে। তারপর তার সাথে মিলিত হয়ে ডিম দিয়ে ছানা ফুটায়। এভাবে বিচিত্র জীবনধারার অধিবাসী পাখিরা।

বাংলাদেশে সচরাচর দেখা মেলে প্রায় ৫০৬ প্রজাতির পাখি। এছাড়ায় দেড়শত প্রজাতির পাখি রয়েছে অনিয়মিত, আগন্তুক এবং অতি-বিরল তালিকায়।

পাখি গবেষক ও লেখক অধ্যাপক আমিনুর রহমান বলেন, মানুষের তৈরি ভালোবাসার মধ্য আটকে নেই পাখিদের ভালোবাসা। কিছু কিছু পাখি সারা বছরই মিলিত হয়। তবে বেশিরভাগ পাখির প্রজনন মৌসুম গ্রীষ্ম এবং বর্ষাকাল। তখন তারা একে আপরের সাথে মিলিত হয়ে প্রকৃতিতে তাদের পরবর্তী প্রজন্ম সৃষ্টি করে।

কিছু কিছু পাখি সারাজীবনের জন্য একসাথে থাকে। কিছু কিছু পাখি আছে যারা প্রতি মৌসুমে তাদের প্রয়োজনের তাগিদে সঙ্গী নির্বাচন করে। আবার কোনো কোনো পাখি জোড়া বদল করে নতুন জোড়া সৃষ্টি করে। এভাবে নানান রকম পাখিদের নানা রকম প্রজনন ভালোবাসা রয়েছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর