নিউইয়র্কের দিনলিপি- ১

, ফিচার

আমান-উদ-দৌলা | 2023-09-01 06:57:41

১.নিউইয়র্কের জামাইকায় ৩১তম বইমেলা হচ্ছে। ২৮ থেকে ৩১ জুলাই ৪ দিনের। আজ ৩০ তারিখ লিখতে বসেছি। বইমেলায় অনেক কিছু হচ্ছে। বই বিক্রির স্টল তো আছেই। অনুষ্ঠানও চলছে। কবিতা, ছড়া, আবৃত্তি, আলোচনা ও নাটক।

কলকাতা থেকে কথাসাহিত্যিক অমর মিত্র এসেছেন উদ্বোধন করলেন। অংশ নিচ্ছেন নানা অনুষ্ঠানে অনেকেই। উল্লেখযোগ্যরা হলেনঃ ড. নুরুন নবী, ড. জিয়াউদ্দীন আহমেদ, আসাদ মান্নান, লায়লা হাসান, অধ্যাপক আনু মুহাম্মদ, ড. বিরুপাক্ষ পাল. ড. জালাল ফিরোজ, রোকেয়া হায়দার,  লুতফর রহমান রিটন, নাজমুন নাহার পিয়ারী, হাসান ফেরদৌস প্রমুখ।

বাংলাদেশ থেকে বই নিয়ে এসেছেন মেজবাহউদ্দীন আহমেদ (অংকুর), মনিরুল হক ( অনন্যা), জসিম উদ্দিন (কথা প্রকাশ), জাফর আহমেদ (বাতিঘর), হুমায়ুন কবীর ঢালী (অন্বয়), জহিরুল আবেদীন (ইত্যাদি), সজল আহমেদ (কবি) প্রমুখ। তারা প্রকাশনার ভবিষ্যত নিয়েও আলোচনা করেন।

দেশে বিদেশে বইমেলা নিয়ে আলোচনা করেন অমর মিত্র (ভারত), লায়লা হাসান (বাংলাদেশ) ড. জালাল ফিরোজ (বাংলাদেশ), জসিম মল্লিক (কানাডা) প্রমুখ। সঞ্চালক ছিলেন রোকেয়া হায়দার।

কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার ১০০ বছর উপলক্ষ্যে কবিতাটি আবৃত্তি করে শোনান ৪ জন বিশিষ্ট আবৃত্তি শিল্পী। ডাঃ ফারুক আজম, নজরুল কবীর, পারভীন সুলতানা ও ক্ল্যারা রোজারিও। কবিতাটি সৃষ্টির ইতিহাস শোনান সউদ চৌধুরী।

কবিতা ও ছড়া অনেকেই পড়বেন। দেশের অর্থনীতির ভবিষ্যত নিয়ে আলোচনায় অংশ নেবেন দুই সেরা অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ ও ড. বিরুপাক্ষ পাল।


আয়োজকদের নানা কাজে সহযোগিতা করেছেন অনেকেই। তারমধ্যে নিনি ওয়াহেদ, রানু ফেরদৌস, ফাহিম রেজানুর, আহমাদ মাজহার, আদনান সৈয়দ, ফকির ইলিয়াস, সেমন্তী ওয়াহেদ প্রমুখ। মুক্তধারা ফাউন্ডেশনের বিশ্বজিত সাহা বইমেলার মূল আয়োজক।

২. ফরোওয়ার্ড পার্টি নামে ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান ও ডেমোক্রেট দলের সাবেক কয়েকজন সিনেটর ও প্রেসিডেন্ট প্রার্থী ৩য় একটি দল গঠনের চেষ্টা করছেন। তারা ডানপন্থীও নয় বামপন্থীও নয়। কয়েকটি রাজ্যের প্রাইমারীতে তারা বক্তব্য রেখেছেন। এরা হলেন:  ডেমোক্রেট দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হেরে যাওয়া এন্ড্রু ইয়াং ও রিপাবলকান দলের সাবেক নিউজার্সি গভর্নর ক্রিস্টিন হোইটম্যান।

তারা বলছেন, দুই দলের রাজনীতিতে আমেরিকার মানুষ চরমভাবে হতাশ হয়ে পড়েছেন। রিপাবলিকানরা আরও ডান দিকে ঝুঁকে গেছেন। ডেমোক্রেটদের একটি অংশ বামপন্থী হয়ে চলছে। আমরা সুষ্ঠুধারা আনবো। উল্লেখ্য, আগেও ৩য় দল নির্বাচন করে হেরে গেছে। এবার তারা বলছে জিতবে। ৩০ রাজ্যে ইতোমধ্যে দলের কাজ শুরু করেছে।

৩. আমেরিকায় প্রবেশগামী ৬ দেশের  মানুষকে করোনার জন্য 'উচ্চ ঝুকি'র দেশ ঘোষণা করে ভ্রমন সতর্কতায় রেখেছে। এতে বাংলাদেশের মানুষও পড়েছে। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল( সিডিসি) এক ঘোষণায় জারী করেছে। গত মংগলবার সিএনএন এই খবর জানিয়েছে।

 আমেরিকা ভ্রমণকারী বাংলাদেশি ছাড়াও বসনিয়া- হার্জেগভনিয়া, ফিজি, পোল্যান্ড, এল সালভেদর ও হন্ডুরাস দেশের মানুষ রয়েছে। ডানপন্থী রিপাবলিকানরা আরও ডানে ঝুকে গেছেন। ডেমোক্রেট দলের একটি অংশ

এর আগে ১২০টি  দেশ ছিল। গত ২৫ জুলাই থেকে এই ৬ দেশের মানুষ উচ্চ ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। আর অন্য দেশগুলি 'উচ্চ ঝুঁকি' থেকে বাদ পড়লেও ঝুঁকিপূর্ণ ক্যাটাগরিতে রেখে দিয়েছে।

৪. আপনি একজন বাংলাদেশি ছাত্র বা ছাত্রী আমেরিকায় পড়তে যাবেন। কি কি করতে হবে। তার একটা সাধারন জ্ঞান এখানে তুলে ধরছি। প্রথমে বলা  উচিত আপনার বাবার বা আত্নীয়স্বজনের টাকা পয়সা থাকতে হবে। সারা আমেরিকায় ৫,৩০০ কলেজ ও ইউনিভার্সিটি আছে। কোন রাজ্যে পড়তে যাবেন সেটা ঠিক করতে হবে। ইন্টারমিডিয়েট বা ১২ ক্লাস পড়ার পর কিংবা মাস্টার্স শেষ করে এসে আবার এখানে মাস্টার্সে ভর্তি হতে হবে।


ভর্তি হবার আগে ielts পরীক্ষায় উত্তীর্ণ হতে হবেএখানে দেয়া হলো:

https://en.m.wikipedia.org/wiki/International_English_Language_Testing_System

কোথায় কত ডলার বার্ষিক খরচ পড়বে তার হিসাব আছে এখানে। মাথা পিছু একজনের বছরে ১৫,০০০ হাজার ডলার থেকে ৫০,০০০ ডলার পর্যন্ত কলেজ  খরচ আগেই দিতে হবে। তারপর ভিসা পাবেন:

 https://ggstudyabroad.com/cost-of-studying-in-usa/#:~:text=Generally%2C%20it%20can%20be%20said,is%20around%2012%2C000%20per%20year.

আমি একটা সহজ কথা বলি। আমাদের বারিধারায় আমেরিকান সেন্টার আছে। সেখানে শিডিউল ( আমেরিকায় স্ক্যাজুয়াল বলা হয়। ইংলিশ বানান একই schedule)  দেখে ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যাবেন। ফোন করবেন আগে। তারপর এপয়েনমেন্ট ডেট অনুযায়ী যাবেন ওখানে। ইংরেজিতে না বলতে চাইলে বাংলায় কথা বলবেন। ওখানে গিয়ে কথা বলে ভর্তি হয়ে তারপর কোথায় পড়বেন। কি পড়বেন সবকিছু জানতে পারবেন। এখানে আমেরিকান সেন্টারের লিংক তুলে দিচ্ছি

https://educationusa.state.gov/centers/american-center-dhaka

বাংলা ভাষায় দিচ্ছি যেখানে ইংলিশ কোর্স করবেন:

https://bd.usembassy.gov/bn/education-culture-bn/english-language-programs-bn/

আমি আপনাদেরকে সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কে ভর্তি হতে বলবো। cuny.org এখানে ২৫ টি ক্যাম্পাস আছে। গোটা বিশ্বে সবচেয়ে বৃহত্তম। নিউইয়র্ক সিটি অথরিটির আন্ডারে। সবচেয়ে কম পয়সায় পড়তে পারবেন। এখানে বৃত্তিও অর্জন করতে পারেন।

 সব দেখে ও বুঝে নিয়ে ভর্তি হতে আসবেন। ভর্তি হয়েই এখানে কয়েক মাসের মধ্যে লিগালি কয়েক ঘণ্টা করে জব করতে পারবেন। তাতে খাওয়া পড়া সাশ্রয় হবে। আরও কাজ ধরতে হলে ক্যাশে কাজ করতে পারবেন ফুল টাইম। শুরুর সময়টা কষ্ট করলে খুলে যাবে সৌভাগ্যের দরজা। বিভিন্ন জব সেন্টার ডেকে নেবে। মাসে বেতন হবে ৩ হাজার ডলার থেকে ৫ হাজার। ভাগ্য ভাল হলে ৬০ হাজার থেকে ১ লাখ ডলারের মতো বছরে ইনকাম হবে।

* আমান-উদ-দৌলা---সিনিয়র সাংবাদিক, সাবেক সম্পাদক বাংলা বিভাগ, রেডিও ফ্রি এশিয়া, ওয়াশিংটন ডিসিসাবেক কূটনৈতিক রিপোর্টার, দৈনিক জনকন্ঠ। One of the Founders, First General Secretary of DCAB in 1998 ( Diplomatic Correspondent Association, Bangladesh).

এ সম্পর্কিত আরও খবর