নিউইয়র্কের দিনলিপি-৫

, ফিচার

আমান-উদ-দৌলা | 2023-08-31 22:11:57

১. আগামী সোমবার নাসা চন্দ্র অভিযানে পাঠাচ্ছে আর্টেমিস ওয়ান নামে নতুন উপগ্রহ। সঙ্গে মানুষ যাচ্ছে না। তবে একটি আধুনিক রোবট যাবে। এই অভিযান এপোলো সিরিজের ৫০ বছর পর শুরু হচ্ছে। নতুন জেনারেশনের একটি নতুন ধরনের উপগ্রহ এটি। পরীক্ষামূলকভাবে চাঁদে এটি সফলভাবে কাজ করলে মংগলগ্রহে অভিযান পাঠাবে। তারই প্রস্তুতি চলছে।

এবারের চন্দ্র অভিযান সফল হলে ২০২৪ সালের আর্টেমিস টুতে যাবে একজন নারী নভোচারী ও কালো পুরুষ নভোচারী। তাদের সাফল্যের পর ২০২৮ সালে যাবে আরও এক আর্টেমিস। এতে সহজ হয়ে আসবে চন্দ্রাভিযান। চাঁদে একটা স্থায়ী বেস স্টেশন তৈরি করা হবে। এতে অর্থনৈতিকভাবে ৮০০ কোম্পানীকে ৫০ টি স্টেটের স্মল বিজনেস কোম্পানীর জিনিসপত্র কাজে লাগানো হবে। অর্থনৈতিকভাবে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসায় লাভবান হবে আমেরিকার ছোট ব্যবসায়ীরা।

দেখুন: https://www.nasa.gov/specials/artemis/

২. বাংলাদেশ থেকে রোহিংগা শরনার্থীদের নেবে আমেরিকা। ২৪ আগস্ট আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকনের এক বিবৃতিতে তা বলা হয়। যাতে কবে থেকে কি পরিমান নিয়ে আসবে তা বলা হয়নি। বলা হয়েছে, তাদের আমেরিকায় পুনর্বাসনের জন্য কাজ করছে। যাতে শরনার্থীরা নতুন করে জীবন গড়ে তুলতে পারেন।

এক বিবৃতিতে ব্লিংকন বলেন, ৫ বছর আগে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর নৃশংসতা চালিয়ে ছিল। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। কয়েক হাজার শিশু, নারী ও পুরুষকে হত্যা করেছে। ধর্ষণ করেছে। কমপক্ষে ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সহ এ অঞ্চলে এ যাবত আমরা মোট ১৭০ কোটি ডলার সাহায্য দিয়েছি। আমরা তাদের পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছি। যাতে তারা আমেরিকায় নতুন জীবন শুরু করতে পারেন।

৩. বংগবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে আমেরিকা থেকে ফেরত নেওয়ার ব্যপারে তৎপর হয়ে উঠেছে বাংলাদেশের পররাষ্ট্র বিভাগ। এর আগে মহিউদ্দিনকে চুক্তি অনুযায় ডিপোর্ট করেছিল আমেরিকান অথরিটি। তাকে হাতে পেয়ে বাংলাদেশ সরকার ফাসির আদেশ কার্যকর করেছিল। রাশেদ চৌধুরীর ক্ষেত্রে মনোযোগী হয়ে অনেক ক্রিটিক্যাল অবস্থা লক্ষ করছে বাংলাদেশ।

বলা যায়, ১৯৯৬ সালে ব্রাজিল থেকে আমেরিকায় পারি জমান রাশেদ চৌধুরী। ২০০৪ সালে রাজনৈতিক আশ্রয় পান তিনি। এতোদিনে নাগরিকত্ব পেয়ে থাকতে পারেন। খুব সহজ না একজন নাগরিককে হস্তান্তর করা। যদি খুনি হয় বা দুধর্ষ অপরাধী হয় তা প্রমাণ করতে হবে। এরপর দুদেশের মধ্যে চুক্তি করতে হবে। তার নাগরিকত্বের তথ্য যদি যথাযথ সত্য না হয়। তাহলে নাগরিকত্ব বা এসাইলাম বাতিল হয়ে যাবে। তখন দুদেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে নেয়া সম্ভব হতে পারে।

৪. বাংলাদেশের পোশাক শিল্পের এক কঠিন সময়ে উপস্থিত হয়েছে। আমেরিকার বড় কোম্পানীগুলো বাতিল করেছে অর্ডারগুলো। টার্গেট ও ওয়ালমার্ট অন্যতম। পণ্য বিক্রি হচ্ছে না। রাশিয়া-ইউক্রন যুদ্ধের নানামুখি প্রভাব তৈরি হয়েছে। এজন্য ঊর্ধ্বমুখি দাম ও মূল্যস্ফীতির প্রভাবে আমেরিকার সাধারন মানুষ সবার আগে পোশাক কেনা কমিয়ে দিয়েছে। অন্যদিকে কাচামালের দাম ও জাহাজের ভাড়া বেড়ে গেছে অস্বাভাবিক হারে। সবমিলে এইশিল্পের অবস্থা খুবই খারাপ।

৫. বাংলা সিনেমার উজ্জ্বল ভবিষ্যত গড়ে উঠছে আমেরিকার বিভিন্ন রাজ্যে। দেশের ফিল্ম ইন্ড্রাষ্ট্রি যখন প্রায় মৃত। তখন এখানে জোয়ার উঠেছে। নিউইয়র্ক, ফ্লোরিডা, টেক্সাস,মিশিগান, মিনোসোটা, ক্যালিফোর্নিয়া, ফিলাডেলফিয়া, ইলিনয়, লুসিয়ানা সহ বাংলাদেশি অধ্যুষিত রাজ্যে বাংলা সিনেমা চলতে শুরু করেছে। এসব স্থানে নতুন সিনেমা আরও চলতে পারে। এখন উদ্যোগ নেয়া হচ্ছে ছবি যাতে আমেরিকাতেই তৈরি হয়। সম্প্রতি ঢাকায় মুক্তি পাওয়া 'পরাণ' ও 'হাওয়া' ছবি নিউইয়র্কে মুক্তি পাবে। অন্যদিকে 'পাপ পূন্য' মুক্তি লাভ করে ঝড় তুলেছে। আমেরিকায় বাবসা সফল ছবি তৈরি করতে হলে বাস্তবধর্মী ও আমেরিকার জীবন-যাপন প্রবাহের উপর ছবি নির্মাণে এগিয়ে আসতে হবে, মনে করেন সচেতন দর্শকরা।

৬. সত্যজিত রায়ের তৈরি 'পথের পাঁচালী' ১৯৫৫ সালে নিউইয়র্কে প্রথম বাংলা ছবি যা ম্যানহাটনে প্রদর্শিত হয়। এটি বিভূতিভুষণ বন্দোপাধ্যায়ের প্রখ্যাত উপন্যাস ১৯২৯ সালে রচিত। আজ নিউইয়র্কের কয়েকটি হলে সত্যজিত রায়ের জীবন ভিত্তিক প্রামাণ্যচিত্র 'অপরাজিত' প্রদর্শিত হচ্ছে। কয়েকদিন চলবে।

৭. বাংলাদেশি-আমেরিকান মেয়ে ফাহমিদা আজিম পুলিতজার বিজয় অর্জন করলো। ওয়াশিংটন স্টেটে সিয়াটলে সে একটি কোম্পানীতে গ্রাফিক ডিজাইনার হিসেবে চাকরী করছে। সে চিত্রশিল্পী ও অলংকরণ শিল্পী। ২০২১ সালের ২৮ ডিসেম্বর ইনসাইডার ওয়েবসাইটে How I Escaped a Chinese Internment Camp ( যেভাবে একটি চীনা বন্দী শিবির থেকে পালিয়ে এসেছি) রিপোর্টে একটি ইলাস্ট্রেটেড এ অলংকরণের জন্য তাকে পুলিতজার বিজয়ী ঘোষণা করা হয়। সাংবাদিকতা ও প্রকাশনার বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে সম্মানজনক সম্মাননা হিসেবে এই পুরস্কার দেয়া হয়। ১৯১৭ সাল থেকে চালু রয়েছে।

৮. জাতিসংঘের পুলিশ সামিটে যোগদানের জন্য বাংলাদেশের আইজিপি ড. বেনজীর আহমেদ ২ দিনের ভিসা পেলেন। আগামী ৩১ আগষ্ট ও ১ সেপ্টেম্বর এই দুইদিন নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরে এই শীর্ষ সম্মেলন হবে। স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে একটি দলে আইজি ড. বেনজীরও আসছেন।

গত বছর ৯ ডিসেম্বর আমেরিকান সরকারের রাজস্ব বিভাগ বেনজীর আহমেদ সহ ৭ জনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি এর আগে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ানের কর্মকর্তা ছিলেন। তাকে শর্ত সাপেক্ষে ভিসা দেয়া হয়েছে। নির্ধারিত সম্মেলন ছাড়া আর কোথাও তিনি অংশ নিতে পারবেন না।

৯. প্রেসিডেন্ট বাইডেন কলেজ-ইউনিভার্সিটির ৪ কোটি ৩০ লাখ ছাত্রছাত্রীর স্টুডেন্ট লোন মওকুফ করার ব্যবস্থা করেছেন। গত ২৪ আগষ্ট হোয়াইট হাউজের এক ঘোষণায় বাংলাদেশী আমেরিকান স্টুডেন্ট সহ লক্ষাধিক ছাত্র-ছাত্রীর স্টুডেন্ট লোন মওকুফ করেছেন। যাদের ২০ হাজার ডলার পর্যন্ত লোন ছিল। (ক্ষেত্র বিশেষ ১০ হাজার ডলার) যাদের পিতামাতা বা অভিভাবক বছরে ১ লক্ষ ২৫ হাজার ডলারের ( যৌথ আয় ২ লাখ ৫০ হাজার ডলার) কম আয় করছে তারাই পাবে এই মওকুফের সুবিধা। এটা প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।

হোয়াইট হাউজের ঘোষণাটির লিংক দেয়া হলোঃ https://www.whitehouse.gov/briefing-room/statements-releases/2022/08/24/fact-sheet-president-biden-announces-student-loan-relief-for-borrowers-who-need-it-most/ (bbc, nytimes, cnn, wsj, apnews সহ সকল ওয়েবনিউজ ও স্থানীয় পত্রপত্রিকা থেকে বাছাই করা সংক্ষিপ্ত সংবাদ প্রতি ৭ দিনে বার্তা২৪-এর পাঠকদের জন্য 'নিউইয়র্কের দিনলিপি' পরিবেশন করা হচ্ছে।)

আমান-উদ-দৌলা, সিনিয়র সাংবাদিক। সাবেক সম্পাদক-বাংলা বিভাগ, রেডিও ফ্রি এশিয়া, ওয়াশিংটন ডিসি ( ২০১৪-১৬)। সাবেক কূটনৈতিক রিপোর্টার-দৈনিক জনকণ্ঠ ( ১৯৯৪-২০০০) One of the founders and First GS of DCAB in 1998. ( Dilpomatic Correspondent Association, Bangladesh)

এ সম্পর্কিত আরও খবর