সবুজের ছোঁয়া- ইনডোর প্ল্যান্ট ডেকোরেশন

, ফিচার

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-27 15:48:31

ইট-কাঠ-পাথরের জঙ্গলের সবুজের ছোঁয়া দিতে ঘরে রাখতে পারেন বাহারি লতা কিংবা ফুলের গাছ। শহরের এই ব্যস্ত জীবনে ইনডোর প্ল্যান্ট এখন বেশ জনপ্রিয়। কারণ, অনেক কম সময় ব্যয় করে ঘরে রা্খা যায় নানা জাতের ইনডোর প্ল্যান্ট। এক গবেষণায় জানা গেছে, ঘরের ভেতর গাছ রাখলে বিশুদ্ধ থাকে বাতাসও। কী ধরণের গাছ? ঘর সাজাতে শহরাঞ্চলে ইনডোর প্ল্যান্টের ব্যবহারের মধ্যে মানিপ্ল্যান্ট, লতাবাহার, অর্কিড ইত্যাদি বেশ পরিচিত। এই ধরনের লতানো গাছ ছাড়াও অনেকে পাথর-কুচি, ক্যাক্টাস, বাটারফ্লাই, পাতাবাহার ইত্যাদি গাছ দিয়েও ঘর সাজিয়ে থাকেন। বসাবেন কীসে যে কোন ধরণের টবেই বসানো যাবে এই গাছগুলো। আজকাল বাজারে সিরামিক এবং মাটির বেশ দৃষ্টিনন্দন ও আর্কষণীয় টব পাওয়া যায় সেগুলোতেই অনায়াসে এই রাখা যেতে পারে। লতানো গাছ ঝুলন্ত টবে লাগালে দেখতে ভালো লাগে। সেক্ষেত্রে ভিন্ন আকৃতির যেমন-পাতাকৃতি, ত্রিকোণাকার, গোলাকার ইত্যাদি ছোট-বড় টব বেছে নিতে পারেন। ফুলের গাছ লাগানোর জন্য মাঝারি বা একটু বড় আকারের টব বেশ উপযোগী। এই ধরনের টবেও রয়েছে ভিন্নতা- নানান রং, নানান আকৃতি। মটকাকৃতি, গোলাকৃতি অথবা চৌকোণাকার টব ব্যবহার করেও সাজের ভিন্নতা আনা যায়। বসার ঘরের সোফা, ডিভানের পাশে বা সিঁড়ির ল্যান্ডিং রাখতে পারেন সব জায়গাতেই। মেঝেতে বা সুদৃশ্য রট আয়রন স্ট্যান্ডের উপরে রাখুন টবগুলি। টব ও গাছের দরদাম এ ধরণের টব ও গাছ আগারগাঁও, ধানমণ্ডি, কলাবাগান মাঠের পাশে, আবাহনী মাঠের উল্টা পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার উল্টাপাশে, সায়েন্স ল্যাব, কার্জন হল সংলগ্ন ফুটপাথ, বকশীবাজারে পাওয়া যায় ।তাছাড়া যে কোন র্নাসারিতেও পাওয়া যাবে নানা ধরণের টব। আজকাল নারিকেলের খোলস দিয়েও বেশ দৃষ্টিনন্দন টব তৈরি করেন কারিগররা। সাধারণ আকার ও মাপের ঝুলন্ত টব ১২০ থেকে ১৫০ টাকা। ছোট ঝুলন্ত টব ৫০ থেকে ৮০ টাকা। নকশা করা তিনটার সেট টবের দাম ৫৫০ থেকে ৭৫০ টাকা।ছোট টব ৪০ থেকে ৮০ টাকা। মাঝারি আকারের টব ৬০ থেকে ১০০ টাকা। বড় টব ১৫০ থেকে ৭০০ টাকার মধ্যে পাওয়া যায়।কাপ ও মালসাকৃতি টবের দাম ৩০ টাকা থেকে শুরু। উপকরণের ভিন্নতার জন্য এর দামের পার্থক্য ঘটে যেমন- চীনামাটি, পাথর, মোটা প্লাস্টিক, মাটি ইত্যাদি ভেদে দাম কমবেশি হয়ে থাকে।আর প্রজাতি ভেদে ফুলের চারাগাছের দাম ২০ থেকে ১০০ টাকা। পাতা বাহারের চারা ৫০ থেকে ১৫০ টাকা। লতাজাতীয় গাছের দাম ২০ থেকে ৫০ টাকা। কলম করা ফল গাছ ৫০০ টাকা থেকে শুরু।

এ সম্পর্কিত আরও খবর