ছবিতে মংলায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাব

, ফিচার

সুমন শেখ স্টাফ ফটোকরেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-28 16:26:29

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার (৩ মে) সকাল থেকে মংলার আকাশ কালো কালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে। সারাদিনই কখনো গুঁড়ি গুঁড়ি আবার ভারী ও হালকা বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরি আবহাওয়ায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ছবিতে দেখুন; ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে মংলার সার্বিক অবস্থা... 

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে মংলা সমুদ্রবন্দর ও এর আশপাশের এলাকায়।

 

যেকোনো মুহূর্তে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে খুলনার মংলা সমুদ্রবন্দরে।

হালকা বৃষ্টিপাতের কারণে একটি গাছের ডাল ভেঙ্গে পরে।

ইতোমধ্য‌ে অনেকে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছেন।

 

মাঝি ও উপকূলবাসীদের সতর্ক করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

সমুদ্রবন্দর থেকে ফিরে এসেছে সব জেলেদের নৌকা।

 বাসা বাড়ি থেকে সকল প্রয়োজনীয় ও মূল্যবান জিনিসপত্র নিয়ে লোকজন রওনা দিয়েছেন সাইক্লোন সেন্টারে।

ঘূর্ণিঝড় ফণীর আতঙ্কে মংলার উপকূলীয় গ্রাম জয়মনি ঘোলের বাসিন্দারা। পরিবারের সবাইকে নিয়ে পার্শ্ববর্তী সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন।

এ সময় স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে ভিটামাটি ছেড়ে যাওয়ার বিষণ্ণতার ছাপ লক্ষ করা যায়।

বাসা বাড়ি ছেড়ে সবাই যখন নিরাপদ আশ্রয় কেন্দ্রে ভিড় করছেন তখন এদিকের সব ঘরগুলো খালি পড়ে আছে।

কেউ কেউ আশ্রয় কেন্দ্রে না গিয়ে শহরের পরিচিত আত্মীয়র বাসায়ও গিয়ে উঠেন।

অনেকে আবার ঝুঁকি নিয়েও বাড়ি ঘরেই থেকে যাচ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর