ছবিতে ফলাফলের বাঁধভাঙা উল্লাস

, ফিচার

ফয়েজুল ইসলাম, নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2023-08-27 13:58:53

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশের পরপরই স্কুলের প্রাঙ্গণে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। আনন্দ ভাগাভাগির পাশাপাশি বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে। ছবিতে দেখুন শিক্ষার্থীদের উল্লাস...

যেন বাদ্যযন্ত্র নিয়ে আগেই প্রস্তুত ছিল তারা। ফল প্রকাশের পরই এভাবেই বাদ্য বাজিয়ে আনন্দ-উদযাপন করেছেন ভিকারুননিসার শিক্ষার্থীরা। 

সাংবাদিকদের ক্যামেরা দেখা মাত্রই নিজেদের আনন্দ সবার কাছে পৌঁছে দিতে একটুও দেরি করেনি এই শিক্ষার্থীরা।

ভালো ফলাফলের আনন্দ উদযাপনে পিছিয়ে নেই রাজশাহীর মেয়েরা। স্কুল ক্যাম্পাসের সামনেই বাদ্য বাজিয়ে সবাইকে জানিয়ে দিল আমরা ভালো ফল করেছি।

ভালো ফল করেই রাজ্য জয়ের উৎসবে মাতলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা।

আনন্দে স্কুলের পুরো মাঠজুড়ে লাফিয়ে বেড়ালের এই শিক্ষার্থীরা।

কোন অংশে কম যান না খুলনার মেয়েরা। উল্লাসিত হাসির সাথে 'জয়ের' চিহ্ন দেখিয়ে জানিয়ে দিলেন আমরাও ভালো ফল করেছি।

ভালো ফল করেছি সেলফি হবে না তা কি করে হয়! এই বলেই যেন বান্ধবীকে নিয়ে সেলফিতে ব্যস্ত এই শিক্ষার্থী।

 

আকাশছোঁয়া ফলাফল করেছে। এবার উল্লাসে লাফিয়ে আকাশছোঁয়া যাক।

ফলাফলের আনন্দ সহপাঠীরা মিলে উদযাপন করল চট্টগ্রামের এই শিক্ষার্থীরা। এ সময় আঙুল উঁচিয়ে বিজয়ের চিহ্ন দেখাতেও ভুল করেনি।

শুধু শিক্ষার্থীরা নয়, সন্তানের কৃতিত্বে অভিভাবকরাও আনন্দে আত্মহারা হয়ে পড়েন। এ সময় এক অভিভাবককে অশ্রুসিক্ত হতেও দেখা গেছে।

এ সম্পর্কিত আরও খবর