জমছে না সিটি হার্ট শপিং কমপ্লেক্সের ঈদ বাজার

বিবিধ, ফিচার

সৈয়দ মেহেদী হাসান, স্টাফ ফটো করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 01:47:38

রাজধানীর নয়া পল্টনের সিটি হার্ট শপিং কমপ্লেক্স। প্রতি ঈদে ক্রেতাদের আগমনে সরগরম থাকে মার্কেটটি। তবে এবার রোজার ঈদে জমছে না এই মার্কেটের কেনাকাটা। ফলে অনেকটা অলস সময় পার করছেন ব্যবসায়ীরা।

মার্কেটের দোকান মালিক অহিদুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘গতবার তিন রোজা থেকেই ক্রেতাদের চাপ থাকলেও এবার ১৩ রোজায়ও ক্রেতা নেই। সকালে দোকান খুললেও প্রথম ক্রেতার দেখা মেলে বিকালে। এবার ৪৮ লাখ টাকার মালামাল তুলেছি, এখনো টুকটাক মাল আসছে। কিন্তু ক্রেতাই তো নেই মাল উঠিয়ে কী করব?’

রোববার (১৯ মে) বার্তা২৪.কম-এর স্টাফ ফটো করেসপন্ডেন্ট সৈয়দ মেহেদী হাসানের ক্যামেরায় ধারণ করা হয় সিটি হার্ট শপিং কমপ্লেক্সের ঈদ বাজার। পাঠকদের জন্য ছবিগুলো দেওয়া হলো।

দোকানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে নানা রং ও মাপের জুতা।

 

ঈদ বাজার না জমলেও মাঝে মাঝে আসছেন ক্রেতারা। খুঁজছেন পছন্দের জুতা।

 

বাবা-মায়ের সঙ্গে এসে সঠিক মাপের জুতা পছন্দ করছেন ছোট্ট সোনামণিরা। পছন্দ হলেই ট্রায়াল দিতে ভুলছে না তারা।

 

দোকানের সামনে ডামি ডলে সাজিয়ে রাখা হয়েছে হরেক রকমের পোশাক।

 

পছন্দের পোশাকটি হাত দিয়ে পরখ করে দেখছে সব বয়সী ক্রেতা।

 

অনেকে পছন্দের পোশাকটি গায়ে মাপ দিতে ভুলছে না।

 

পছন্দের পোশাক পড়লে নিজেকে কেমন মানাবে দোকানে রাখা আয়নায় সেটিই দেখে নিচ্ছে এই শিশুটি।

ক্রেতাদের পোশাক দেখাচ্ছেন এক দোকানি। 

ক্রেতাদের অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন দোকানিরা।

এ সম্পর্কিত আরও খবর