ঝুঁকি নিয়ে রাজধানীতে রেলক্রসিং পারাপার

বিবিধ, ফিচার

স্টাফ ফটো করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 03:56:01

রাজধানীর বিমানবন্দর রেলক্রসিং। অত্যন্ত ঝুঁকি নিয়ে রেললাইনের উপরেই দোকান বসিয়েছেন অনেক ব্যবসায়ী।

রেললাইনের উপরেই গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ডাকছেন অটোরিকশার চালকরা।

ট্রেন যাওয়ার সময় শুধু যে গাড়ি পার হয়, তা নয়। পথচারীরাও সিগন্যাল বেষ্টনী পার হয়ে একেবারে চলন্ত ট্রেনের কাছাকাছি গিয়ে দাঁড়ান, যেন ট্রেন যাওয়া মাত্রই পার হতে পারেন!

ট্রেন আসছে দেখে তড়িঘড়ি করে সিগন্যাল বেষ্টনী উঠিয়ে ক্রসিং পার হচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। অপেক্ষা করতে গিয়ে সময় একেবারেই নষ্ট করতে চান না তারা!

অনেক পথচারীদের তাড়া থাকার কারণে নিজেরাই হাত দিয়ে সিগন্যাল বেষ্টনী উঠিয়ে রেলক্রসিং পার হচ্ছেন।

ট্রেন চলে যাওয়ার পর রাস্তা পার হওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন সবাই।

সময়কে মূল্য দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই প্রতিনিয়ত রাজধানীর প্রায় সব রেলক্রসিং পার হন হাজারো মানুষ।

ঝুঁকি নিয়ে রাজধানীতে রেলক্রসিং পারাপার

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর বিমানবন্দর রেলক্রসিংয়ে গিয়ে দেখা যায়, বারংবার বলা সত্ত্বেও কেউ বিধান মানে না। ।

এ সম্পর্কিত আরও খবর