এখানে বর্ষা সমাগত। মেঘের বাড়ি মেঘালয়ে এখন ভরবর্ষা। অতিবৃষ্টির বিশ্ব রাজধানী চেরাপুঞ্জিতে ভরদিন বৃষ্টির রিমঝিম। বার্তা২৪.কম সময়চেতন, সময়ের চিত্রকল্প তুলে ধরে। বৃষ্টির ছন্দে আমরাও ছন্দকাতর। বার্তা২৪.কম‘র কন্ট্রিবিউটিং এডিটর লেখক-পরিব্রাজক মাহমুদ হাফিজ ছুটছেন মেঘপাহাড়ের ডাকে-মেঘালয়ে।
শুক্রবার সকালে ভ্রমণদলসহ বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৬০৫ য়ে যাত্রা শুরু করেছেন শিলং। সিলেট- তামাবিল-ডাউকি স্থলবন্দর হয়ে পৌঁছাবেন শিলং। পাঠাবেন প্রতিদিনের ভ্রমণচিত্র। তাঁর কলমে উঠে আসবে মেঘের বাড়ি মেঘালয়ের মাওলিনং, শিলং, চেরাপুঞ্জি’র নদী, লেক, পাহাড়, ঝর্ণার চোখজুড়ানো বর্ণনা। জানা যাবে খাসি, গারো, বাঙালি জীবনযাত্রার বর্ণবহুল ভ্রমণভাষ্য।
চোখ রাখুন- বার্তা২৪.কম-এ ৭ জুন থেকে.....