গাছে গাছে স্বর্ণগোলক কদম ফুল

, ফিচার

ফটো ও স্টোরি - সুমন শেখ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 21:12:53

বর্ষার আগমনী বার্তা নিয়ে আসে এই কদম ফুল। কদম যেন বর্ষার দূত।

প্রকৃতির নিয়মে গাছে গাছে ঝুলছে কদম ফুল।  

কদম নামটি এসেছে এর সংস্কৃত নাম কদম্ব থেকে। কদম্ব মানে হলো 'যা বিরহীকে দুঃখী করে'।

প্রাচীন সাহিত্যের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে কদম ফুল।

গাছ থেকে কদম ফুল পেরে বিক্রি জন্য সেগুলোকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছে শিশু সাথী।

ফুল পেরে নিয়ে যাওয়ার পরও পড়ে আছে অবশিষ্ট ফুল।

অবশেষে সব ফুল গোছানো হলে তা নিয়ে বিক্রির জন্য বের হয়েছে শিশু সাথী।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অসংখ্য কবিতা, গান, নাটকে স্থান দিয়েছেন বর্ষা বন্দনা এবং কদম ফুলকে।

পুরো ফুলটি আমরা একটি ফুল মনে করলেও এটি আসলে অসংখ্য ফুলের গুচ্ছ। টেনিস বলের মতো দেখতে এই ফুলের ভেতরের ভাগে রয়েছে মাংসল পুষ্পাধার, যাতে হলুদ রঙের ফানেলের মতো পাপড়িগুলো আটকে থাকে।

কদম ফুলের সৌন্দর্যের মতোই এর আরো কিছু চমত্‍কার নাম রয়েছে। বৃত্তপুষ্প, সর্ষপ, ললনাপ্রিয়, সুরভী, মেঘাগমপ্রিয়, মঞ্জুকেশিনী, কর্ণপূরক, পুলকি, ভৃঙ্গবল্লভ, প্রাবৃষ্য, সিন্ধুপুষ্প ইত্যাদি।

এ সম্পর্কিত আরও খবর