বর্ষায় হাওরের চিরচেনা রূপ

, ফিচার

তৌফিকুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা টোয়েন্টিফোর.কম | 2023-09-01 16:21:39

সুনামগঞ্জ থেকে:

সুনামগঞ্জ জেলার সবগুলো হাওর কানায় কানায় পূর্ণ। বর্ষা মৌসুমে হাওর ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। তাইতো বর্ষা যেন ধরা দিয়েছে হাওরের কাছে।

সোমবার (৮ জুলাই) ট্রলারে চেপে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার হাওর পাড়ি দেওয়ার সময় এমন দৃশ্য চোখে পড়ে।

সরেজমিন ঘুরে দেখা যায়, সকালে হাওরের আকাশ জুড়ে কখনো কালো মেঘ, আবার কখনো সাদা মেঘ, এই বুঝি নামবে বৃষ্টি। এর কিছু সময় পর খুব ভারী থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়। থেমে থেমে এ বৃষ্টি চলতে থাকে।

বর্ষা মৌসুমে হাওর যেমন ফিরে পায় তার চিরচেনা রূপ। ঠিক একইভাবে এসব হাওরের বাসিন্দারা বিভিন্ন প্রজাতির মাছ আহরণে ব্যস্ত সময় পার করেন। রাত-দিন ছোট বড় ট্রলার ও নৌকা করে চষে বেড়ান বিস্তীর্ণ হাওরে।

ট্রলারে কথা হয় হাওরের বাসিন্দা রিয়াজুল ইসলামের সঙ্গে। তিনি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘হাওর আমাদের ঐতিহ্য। বর্ষা মৌসুমে হাওর পানিতে কানায় কানায় ভরে যায়। মাছ ধরার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের নৌকায় ঘুরিয়ে কিছু পয়সা উপার্জন করতে পারি। তবে বর্ষা মৌসুম আসলে হাওরবাসীর কষ্ট বেড়ে যায় এবং ইনকামও কমে যায়।’

এদিকে, দেশের বিভিন্ন স্থান থেকে নদীপথে ট্রলারে করে এই অঞ্চল থেকে কয়লা, বালি ও মালামাল পরিবহন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর