সাবেক অ্যাক্টরদের বর্ণনায় পর্ন ইন্ডাস্ট্রির কুৎসিত দিক

, ফিচার

যাকওয়ান সাঈদ, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট | 2023-09-01 22:09:19

আমাদের সমাজে তেমন মানুষের সংখ্যাই বেশি যারা মনে করেন, পর্নোগ্রাফি হলো দুর্দান্ত এক বিনোদনমূলক পেশা, যেই পেশাতে কোনো কষ্ট নেই।

পর্নস্টারদের ব্যাপারে সাধারণত মানুষদের ধারণাগুলো এরকম যে, পর্নস্টাররা একেকজন হলেন একেকটি অতৃপ্ত সেক্সগড—সারাদিন যৌনতার মধ্যে থাকলেও যাদের যৌনতার ঘাটতি দেখা দেয় না। যারা দেখতেও দুর্দান্ত হন। হন পারফেক্ট শরীরের অধিকারী। যারা শুধু সেক্স করতে ভালোবাসেন। আর সেক্সকে ভালোবাসেন তাই তারা কাড়ি কাড়ি টাকাও পান।

অনেকে মনে করেন, পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার চাইতে আনন্দের আর কী আছে? সারাদিন তাবৎ বিপরীত লিঙ্গের সুন্দর সুন্দর মানুষদের সঙ্গে সেক্স করা, আর সন্ধ্যাবেলায় টাকা নিয়ে বাড়ি ফেরা, এর চাইতে আনন্দের জীবন আর কী হতে পারে?

কিন্তু লোকের এই মনে হওয়ার সঙ্গে পর্নস্টার বা পর্নঅভিনেতা-অভিনেত্রীদের মনে হওয়ার বিস্তর পার্থক্য রয়েছে। পর্ন ইন্ডাস্ট্রির ভিতরগত দশা আদতেই তেমন মধুর কোনো দশা নয়।

বর্তমান পৃথিবীর বেশিরভাগ মানুষ পর্ন দেখেই তাদের যৌনশিক্ষার বিষয়টি সম্পন্ন করে থাকলেও, আদতে পর্নোগ্রাফি দেখার বাজে প্রভাবই বেশি। ফিচারের আলোচ্য বিষয় সেটি নয়, পর্নোগ্রাফির বাজে ইফেক্টগলো কী, সে বিষয়ে আমরা পরবর্তীতে আরেকটি ফিচার করব। আমাদের আজকের বিষয়বস্তু, খোদ পর্নস্টাররা পর্ন ইন্ডাস্ট্রি বিষয়ে কী চিন্তা পোষণ করেন

পর্নস্টারদের সুবিধা-অসুবিধার বিচারে পর্ন ইন্ডাস্ট্রিকে বলা হয়ে থাকে সবচাইতে সেলফিশ ইন্ডাস্ট্রি। যেখানে নিজের কথা ছাড়া আর কারো কথা ভাবার কোনো উপায় থাকে না। যেখানে একজনের প্রতি অন্য আরেকজনের যত্নশীল হবার কোনো সুযোগ নেই। যার ফলে, এই ইন্ডাস্ট্রিটির সঙ্গে জড়িত প্রত্যেককেই অনেক স্ট্রেসফুল জীবন অতিবাহিত করতে হয়। যৌনতার মতো একটি মানবীয় বিষয়কে কেন্দ্র করে ইন্ডাস্ট্রিটি গড়ে উঠলেও, বাহ্যত এর পদক্ষেপ ও আচরণসমূহ নিতান্ত রোবটিক হয়ে থাকে। তথা, পর্নস্টাররা তেমনটাই মনে করেন।

নিচে কয়েকজন সাবেক পর্নস্টারের বক্তব্যে তাদের দেখা পর্ন ইন্ডাস্ট্রি সম্পর্কে জানা যাবে—

র‌্যান্ডে স্পেয়ার্স

আশির দশকের শুরুতে আমি ক্যালিফোর্নিয়া গেলাম অভিনয় করার উদ্দেশ্যে। সত্যিকারভাবেই আমি খুব ভালো করলাম। আমি একজন ম্যানেজার পেয়ে গেলাম, এবং একজন দালাল। আর সেই সুবাদে প্রথম সাপ্তাহেই একটা ছবিতে কাজ। আমার মনে আছে, আমি নিজেকে তখন বলতে লাগলাম, ‘এটা কোনো ঘটনা? এটা এমন কঠিন কিছু তো না!’

ওয়েল, এরপরেই হঠাৎ হলিউডের স্ক্রিপ্টলেখকরা স্ট্রাইক করে বসল। অর্থাৎ লেখক ধর্মঘট শুরু হলো। সমস্ত হলিউডের সব কাজ বন্ধ হয়ে গেল। তখন অভিনেতা-অভিনেত্রীরা, ডিরেক্টররা, প্রডিউসররা, কস্টিউম ডিজাইনাররা, কেউ কোনো কাজ করতে পারছিল না। সবাই ক্ষুধার্ত হয়ে উঠল, সেইসঙ্গে আমিও।

তখন আমি মডেলিংয়ের কাজ করে অর্থ উপার্জনের সিদ্ধান্ত নিলাম। একদিন একটা মডেলিংয়ের কাজ চলাকালে, একজন নারী মেকাপ আর্টিস্ট আমাকে তার ভিজিটিং কার্ডটা দিলেন, আর বললেন, “আপনি যদি ন্যুড ছবিতে কাজ করতে চান, তাহলে এই নাম্বারে ফোন করবেন। এতে আপনার বেশ আর্থিক ইনকাম হবে।”

আমি তার এই অফার গ্রহণ করলাম। তার প্রতি কৃতজ্ঞতাও জাগল আমার, তাকে থ্যাংকস জানালাম। আমি খুব ভালোভাবেই বুঝেছিলাম, যদি আমি এমন কিছু করি সেক্ষেত্রে আমার ক্যারিয়ারের ধ্বংস সুনিশ্চিত।

কিন্তু একমাস আমি এরকম পেটের চিন্তায় কাটাবার পর, সিদ্ধান্ত নিলাম তাকে ফোনটা করব। ওই সময়টায় আসলে খাবার হিসেবে একটা মটরশুটির প্যাকেট, আর আমার রান্নাঘরের তাকে কিছু আলু, সর্বোপরি আমি ছিলাম ক্ষুধার্ত। তো, আমি ফোনটা করলাম। তারা আমাকে জানাল, একটা নির্দিষ্ট সময়ে তারা একটা নির্দিষ্ট স্থানে থাকবে। পরদিন সকালেই আমি আমার মোটরসাইকেলে চেপে ছুটলাম তাদের কাছে। এবং প্রথম দিনেই আমার জীবনে প্রথম ‘পর্নো’ ছবিতে অভিনয় করলাম।

দিনশেষে আমি ওখান থেকে চারটা একশো ডলারের মচমচে নোট নিয়ে বের হয়ে আসলাম। মোটরসাইকেলে চড়ে বাড়ির দিকে ফিরতে ফিরতে আমি ভাবছিলাম, কত সহজ এইভাবে টাকা কামানো!

আবার পাশাপাশি আমার মাথায় এমন চিন্তাও এলো, আসলে আমি করেছি কী? কোনো না কোনো দিন, কেউ না কেউ, এটা নিশ্চয়ই পেয়ে যাবে। যাই হোক, যতদূর যা বুঝতে পারি। এভাবেই আমার যাত্রা শুরু হলো। পর্ন ইন্ডাস্ট্রিতে আমি হয়ে উঠলাম বিরাট প্রসিদ্ধ আর সুশোভিত একজন পর্নস্টার।

আমার ফোনে সারাক্ষণ রিং বেজেই চলল। অফার আসতে থাকল। টাকার অংকও বৃহৎ থেকে আরো বৃহৎ হতে থাকল।

আমার মায়ের এইসব বিষয়ে কোনো আইডিয়া ছিল না। সে যখন জানল, এটা তাকে ঝড়ের মতো করেই আক্রান্ত করল। সে চূড়ান্ত রকমের দুঃখ পেল, চূড়ান্তভাবে আঘাত লাগল তার মনে।

আমি জানতাম না, কিভাবে ভালোবাসতে হয়। এমনকি আমি জানমতাম না, কোনোদিন আর আমি ভালোবাসতে পারব কিনা। আমি নারীকে অবজেক্ট বা বস্তু আকারে দেখতে শুরু করলাম। ‘মেকিং লাভ’ জাতীয় যেসব অভিনয় আমাকে করতে হতো, সেসবে আমার মধ্যে কোনো অনুভূতি কাজ করত না। আমার মনে হতো মেকিং লাভ? এটা কী ধরনের ব্যাপার! আমি সেক্স করতাম, টাকার জন্য। আমি ছিলাম একজন প্রস্টিটিউট।

দেখেন, একটা পর্যায়ে আমাকে পর্ন ইন্ডাস্ট্রিতে যেতে হতো, কেননা আমাকে নানাধরনের ড্রাগ নিতে হতো। আর আমাকে ড্রাক নিতে হতো, কেননা, পর্ন করার কারণে আমার যন্ত্রণা হতো। অর্থাৎ আমি পর্ন করতে যেতাম ড্রাগ নেওয়ার টাকা জোগাতে, যেটা আমার জন্য ছিল ব্যথানাশক। এবং দীর্ঘ দীর্ঘ সময় এইভাবেই চলল।

পর্নোগ্রাফি তাহলে আমার কী ক্ষতি করল? ক্ষতি করলো হলো, আমি নারীদের ব্যাপারে যা ভাবতাম, বা যেই অনুভূতি লালন করতাম, সেটা পাল্টে দিল। আমি তাদেরকে নিখাদ যৌনবস্তু হিসেবে ভাবতে আরম্ভ করলাম। আমি একটা প্রেমের অথবা কেয়ারিংয়ের সম্পর্ক ধারণ করতে অক্ষম হয়ে গেলাম। আমি ভাবতাম, আমি সক্ষম ছিলাম, কিন্তু ছিলাম না, আমার ভাবনা ছিল ভুল।

একদিন শুটিং শেষে, আমি সেট থেকে বেরিয়ে পড়লাম। সেদিনের মতো আমার কাজে শেষ হয়েছিল। আমি গাড়ি নিয়ে ড্রাইভ করতে লাগলাম, কিছু দূর যাবার পর, দুইটা ব্লক পার হবার পরে, আমি সেখানে গাড়ি থামালাম। এবং আমি কাঁদতে আরম্ভ করলাম। আমি বুঝলাম, এই কঠিন চক্রটি থেকে আমাকে বের হতেই হবে। এবং সেটাই ছিল আমার শেষ পর্নো ছবি। আমি সেখানে আর ফিরে যাইনি। আমি আমার জীবনকে পাল্টে ফেললাম। বলা যায়, আমি জীবন শুরু করলাম আবার।

খেয়াল করেন, যদি আমি পেরে থাকি আমার অন্তর্জগৎ পরিবর্তন করতে, তাহলে যে কারোরই পারার কথা।

ওয়েইন

একজন মানুষের যে সম্ভাবনা বা যে জীবনীশক্তি থাকে, তার সবটাই কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট হবে শুধু একটা বিষয়, সেটা হলো পর্ন ইন্ডাস্ট্রিতে তার পদার্পণ। পর্ন ইন্ডাস্ট্রি প্রত্যেকটি স্টাফের আনন্দ কেড়ে নিতে আরম্ভ করে একদম শুরুর দিন থেকে। আর আমার বেলায় এটা এমনভাবে গ্রাস করেছিল যে, আমি দৈত্য বা ডেভিলের মতো হয়ে উঠেছিলাম।

আমি এই খেলার মধ্যে দীর্ঘ সময় থেকেছি। আমি দেখেছি এটা কী ঘটায়, সাংবাদিক থেকে শুরু করে ক্যামেরা ক্রু পর‌্যন্ত, প্রত্যেকের জীবনে।

এর সঙ্গে ব্যবসা অর্থাৎ টাকা ইনকামের মতো নাগরিক একটা বিষয়ের কোনো যোগাযোগ নেই। এটা একটা অন্ধকার পৃথিবী। এটা অধঃপতন। যেসকল মানুষেরা একের পর এক বাজে অভিমত তৈরি করে, যারা পর্ন ইন্ডাস্ট্রির সমর্থন যোগায় এবং এটিকে চালিয়ে নেয়, যারা নিজেদের ব্যথাবেদনা আর সমস্যাবলিকে গদির তলে লুকিয়ে রাখে আর সবচাইতে মন্দ বিকল্পগুলোকে ভবিষ্যৎ সময়ের জন্য তৈরি করতে থাকে, এই পর্ন ইন্ডাস্ট্রি তাদের মাধ্যমেই প্রসার পায়। নিশ্চয়ই, আমিও তাদের একজন।

আমি কয়েক বছর আগে এভিএন পুরস্কার পেয়েছিলাম। আমাকে তখন রেড কার্পেটের উপরে একটি ইন্টারভিউ দিতে রাজি করানো হয়েছিল।

আমার মনে আছে, ভেনিসের একটি ভরতি হলঘরে আমি যখন ইন্টারভিউ দেওয়া জন্য হেঁটে যাচ্ছিলাম, তখন একটা বাচ্চা মেয়ে বিরাট উত্তেজিত ভঙ্গিতে ছুটে আমার কাছে আসলো। মেয়েটি জানাল, কিছুদিন আগেই আমার রিলিজ হওয়া নতুন মুভি থেকে সে আমাকে চিনেছে। আমি খেয়াল করলাম সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তখনই, সে আমাকে তার একটা সফলতার কথা আমাকে জানাল, বলল, ‘ওয়েইন, আমি খুব খুশি, আমি প্রথমবার ইন্টেরেশিয়াল (অনেক জাতির লোকেদের মিলে) গ্যাংব্যাং করেছি।’

মেয়েটির বয়স বড়জোর ১৮ হবে। মাত্রই হাইস্কুল পাশকরা ১৫ বছরের মেয়েদের মতোই তাকে লাগছিল। তার এই সফলতার গল্পটি আমাকে শারীরিকভাবে অসুস্থ বানিয়ে দিল।

সাল আমায়া

আমি ছয় বছর বয়সে তিনবার গণধর্ষণের স্বীকার হয়েছিলাম, পুরুষদের দ্বারা। তারা আমাকে মুখ বন্ধ করে রাখতে বলেছিল, না হয় তারা আমাকে মেরে ফেলবে, এই হুমকি দিয়েছিল। আমি যেই জীবনটার মধ্যে বড় হয়েছি, সেখানে ছিল সেক্স, ড্রাগ আর পার্টির চূড়ান্ত বাহুল্য।

ধর্ষিত হবার আগে আমি যেমন ছিলাম, ধর্ষিত হবার পরে আমি আর তেমন রইলাম না। আট বছর বয়সেই আমি ইন্টারনেটে গে-পর্ন দেখতে আরম্ভ করেছিলাম।

আমার বয়স যখন ১৬ হয়েছিল, তখনই আমার টাকা ইনকামের ব্যাপার তৈরি হয়ে গিয়েছিল। সেসময়ে, আমার দূর সম্পর্কের এক আত্মীয় ছিলেন, তিনি আমাকে কিছু গে-পর্ন ফিল্মমেকারদের কাছাকাছি যেতে সাহায্য করলেন।

তখন আমাকে ডায়েট পিল আর ক্রিস্টাল মেথ খেতে বলা হলো, যাতে আমি শুকাই আর আমাকে দেখতে মেয়েলি লাগে। এতে করে আমার গে-জব আর ট্রান্স-জবগুলো পেতে সহজ হবে।

গে পর্ন-মডেল হওয়া খুব রিস্কি একটা ব্যাপার, এখানে যৌনরোগের আশঙ্কা সবচাইতে বেশি থাকে। তাই এখানে প্রচুর পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হয়। কিন্তু গে-পর্নের শুটিংয়ে ডিরেক্টররা এমনকি কনডমই ব্যবহার করার ব্যাপারে সম্মত হয় না। আর গে মডেলদের কেউই নিশ্চিতভাবেই নিয়মিত যৌনরোগ পরীক্ষা করে না। আমি যেসব গে-পর্নমডেলদের সঙ্গে কাজ করেছি, তাদের ৮০ ভাগেরই এইচআইভি পজেটিভ ছিল।

আমি পৃথিবীর অনেক মহিলা পর্নস্টারের সঙ্গে ফটোশ্যুট করেছি। তাদেরকেও আমার মতো ড্রাগ নিতে হতো। ক্যামেরার পেছনে তাদেরকে আমি মোটেও সুখি দেখিনি।

আমাদের প্রত্যেক পর্নঅভিনেতা-অভিনেত্রীকেই ক্যামেরার সামনে নিজেদের ব্যক্তিগত চেতনা আর চিন্তাকে লুকিয়ে রাখতে হয়। কিন্তু যখন ফিল্মিং শেষ হয় এবং আমরা নিজগৃহে ফিরে যাই, তখন আমরা দুর্দশাগ্রস্ত হয়ে পড়ি।

অ্যারন

কলেজের শেষ বর্ষের পড়াশোনা চলার সময়েই আমি লস এঞ্জেলেসে চলে আসলাম, কারণ আমার কাছে তখন বাকি ছিল শুধু ইন্টার্নশিপ করবার কিছু টাকা।

যেই টাকাগুলো আমি সরকারি অনুদান, স্কলারশিপ, স্টুডেন্ট লোন থেকে পেয়েছিলাম, সেগুলো থেকে খুব অল্প টাকাই বেঁচেছিল। এই টাকাগুলো দিয়ে আমি বড়জোর নিজের খাবারের খরচটাই সামলাতে পারতাম। এইসব ভেবে আমি লস এঞ্জেলেসে এসে একটা চাকরির সন্ধান করতে শুরু করলাম।

একটা সাইট ছিল, যেখানে পুরুষ সমকামীরা নিজেদের মধ্যে নেটওয়ার্কিং করে থাকে, সেটায় আমি যুক্ত হয়েছিলাম। সেখানেই প্রথমে এক ব্যক্তি আমাকে জানালেন, তিনি একজন পর্নমডেল সংগ্রাহক। তিনি আমাকে তখন বলেছিলেন, তার কাছে যেতে এবং কিছু ছবি তুলতে।

স্বাভাবিক, আমাকে অফার করা হয়েছিল পর্নমডেল হতে। আর সত্যিকার অর্থে তিনি আমাকে বলেছিলেন, ক্যামেরার সামনে আমাকে একা কাজ করলেই হবে। অর্থাৎ কেউ আমার সঙ্গে ক্যামেরায় থাকবে না। যেহেতু একা, তাই বিষয়টা আমার কাছে খুব সহজ টাকা ইনকামের উপায় মনে হয়েছিল।

কিন্তু, পরবর্তীতে ভিডিওগুলো আর আমার একার ভিডিও থাকল না। মূলত পর্নমডেল সংগ্রাহকদের ওটা একটা চাল। তারা খুব ভালো কনভিন্সড করতে জানে।

তিনি আমাকে বুঝিয়ে নিতে পেরেছিলেন, আমি নাকি খুব গ্ল্যামারাস। আমাকে ওইভাবেই ভিডিওতে বেশি মানাবে। অস্বীকার করব না, তার এমন কথায় আমার মনেও হয়েছিল, এটাই সফলতার সবচাইতে সোজা পথ। আর তাছাড়া তখনও তো আমি কোনো সাধারণ অর্থাৎ সামাজিক চাকরির সন্ধান করে উঠতে পারিনি, ফলে টাকার জন্যও আমি বাধ্য ছিলাম ওই ব্যক্তির সবকথা শুনতে।

খেয়াল করুন, সে ওইখানেই থামলো না। একটা পর‌্যায়ে সে আমাকে বলতে লাগলো, তার সঙ্গে সেক্স-ভিডিও তৈরি করতে হবে। তখন আমাকে একজন পর্নমডেল নয়, বরং প্রস্টিটিউট মনে হলো। যথারীতি আমার কিছু করারও থাকল না। আমি বুঝতে পারলাম, জীবনের কঠিন এক ট্র্যাপের শিকার আমি, এবং আমার মুক্তি নেই।

বিশ্বাস করুন, এসবের কিছুই আমি আমার জীবনে আমি প্রত্যাশা করিনি। কেবল ওইসময়টায়, যখন এইসব কিছু ঘটে চলেছিল আমার সঙ্গে, আমি আমার চিন্তা ও সচেতনতাকে ব্ল্যাংক করে রেখেছিলাম। ফলশ্রুতিতে এখন আমি ক্লমেডিয়া (একটি যৌনরোগ) রোগে আক্রান্ত একজন মানুষ।

 

[সাবেক এই পর্নস্টারদের ছবিপ্রকাশ থেকে ইচ্ছাকৃতভাবে বিরত থাকা হলো]

এ সম্পর্কিত আরও খবর