আরেক কলকাতা আরেক নবাব

, ফিচার

বার্তা২৪.কম | 2023-08-28 16:02:57

লক্ষ্ণৌ থেকে এক নবাব এলেন ব্রিটিশের রাজধানী কলকাতায়। উদ্দেশ্যে ইংরেজের সাথে দেন-দরবার করে হারানো রাজ্য পুনরুদ্ধার করা। রাজ্যহারা নবাব ওয়াজিদ আলি শাহ জীবনের শেষ তিরিশ বছর কাটিয়েছিলেন কলকাতাতেই। সময় যত এগোচ্ছে, কলকাতা শহরের ওপর তাঁর সাংস্কৃতিক প্রভাব তত ফুটে উঠছে। কেন?

কারণ তিনি বিরিয়ানি থেকে উচ্চাঙ্গ সঙ্গীত এনেছিলেন কলকাতায়। নগরের দক্ষিণ প্রান্তের মেটিয়াবুরুজে প্রতিষ্ঠা করেছিলেন লক্ষ্ণৌর আদলে একখণ্ড সাংস্কৃতিক জনপদ। কলকাতার কালচারাল আইকন তিনি ।

তিন পর্বে নবাব ওয়াজিদ আলি শাহ আর কলকাতা নিয়ে বার্তা২৪.কমের ঈদ স্পেশাল ফিচার। পড়তে চোখ রাখুন বার্তা২৪.কমের পাতায়।

এ সম্পর্কিত আরও খবর