শতবর্ষে প্লেন ইন্ডাস্ট্রি: পৃথিবীর পুরনো ১০ এয়ারলাইন্স

, ফিচার

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 05:25:13

একসময় লম্বা দূরত্ব পাড়ি দিতে নদীপথ ছাড়া আর কোনো কিছুই মানুষ চিন্তা করতে পারতেন না। কিন্তু সময়ের পরিক্রমায় মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ ও সময় বাঁচাতে আবিষ্কার হলো প্লেন। এরপরই ধীরে ধীরে চালু হলো এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি। একে একে পৃথিবীর সব দেশেই চালু হলো আকাশযান পরিষেবা প্রতিষ্ঠান। সহজ হলো মানুষের যোগাযোগ।

১০০ বছরে পা দিয়েছে এ এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি। ১৯১৯ সালে প্রথমবারের চালু হয় আকাশযান পরিষেবা প্রতিষ্ঠান। পৃথিবীর অন্যতম পুরাতন এক এয়ারলাইন্স প্রতিষ্ঠান হলো নেদারল্যান্ডের কনিঙ্কলিজকে লুস্তভার্ট মাতসাপ্পিজ, সংক্ষেপে (কেএলএম)।

এই ১০০ বছরে ইন্ডাস্ট্রির এতই প্রসার হয়েছে এখন মানুষ ২০০-৩০০ কিলোমিটার পথ পাড়ি দিতেও প্লেন ব্যবহার করেন। দেশে দেশে রয়েছে অভ্যন্তরীণ এয়ারলাইন্স। তবে সম্ভাবনা নিয়ে অনেক এয়ারলাইন্স চালু হলেও টিকে থাকতে পারেনি অনেক নামকরা প্রতিষ্ঠান।

আবার অনেক এয়ারলাইন্স প্রতিষ্ঠান পা দিয়েছে ১০০ বছরে। যেগুলো এখনো আকাশে উড়ছে। আসুন জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে পুরনো ১০টি এয়ারলাইন্স প্রতিষ্ঠানের নাম। যেগুলো এখনো চলছে।

১. কেএলএম- নেদারল্যান্ড

পৃথিবীর পুরনো ১০ এয়ারলাইন্স
কেএলএম'র প্লেন, ছবি: সংগৃহীত

 

শুরু ১৯১৯
প্রথম ফ্লাইট মে, ১৯২০
প্রথম বছরের যাত্রী: ৪৪০
সর্বমোট যাত্রী ৩৪.২ মিলিয়ন

 

২. অ্যাভিয়েনসে- লাতিন আমেরিকা

পৃথিবীর পুরনো ১০ এয়ারলাইন্স
অ্যাভিয়েনসের একটি প্লেন, ছবি: সংগৃহীত

 

শুরু ১৯১৯
প্রথম ফ্লাইট মে, ১৯১৯
সর্বমোট যাত্রী ৩০.৫ মিলিয়ন

 

৩. কান্তাস- অস্ট্রেলিয়া

পৃথিবীর পুরনো ১০ এয়ারলাইন্স
কান্তাস এয়ারলাইন্সের প্লেন, ছবি: সংগৃহীত

 

শুরু ১৯২০
প্রথম ফ্লাইট  ১৯২০
সর্বমোট যাত্রী ৫৫.৩ মিলিয়ন

 

৪. এরোফ্লোট- সোভিয়েত ইউনিয়ন

পৃথিবীর পুরনো ১০ এয়ারলাইন্স
এরোফ্লোট এয়ারলাইন্সের একটি প্লেন, ছবি: সংগৃহীত

 

শুরু ১৯২৩
প্রথম ফ্লাইট মে, ১৯২৩
সর্বমোট যাত্রী: ৫৫.৭ মিলিয়ন

 

৫. চেক এয়ারলাইন্স- চেক রিপাবলিক

পৃথিবীর পুরনো ১০ এয়ারলাইন্স
চেক এয়ারলাইন্সের একটি প্লেন, ছবি: সংগৃহীত

 

শুরু ১৯২৩
প্রথম ফ্লাইট মে, ১৯২৩
সর্বমোট যাত্রী ২.৯ মিলিয়ন

 

৬. ফিনএয়ার- ফিনল্যান্ড

পৃথিবীর পুরনো ১০ এয়ারলাইন্স
ফিনএয়ারের প্লেন, ছবি: সংগৃহীত

 

শুরু ১৯২৩
প্রথম ফ্লাইট ১৯২৩
সর্বমোট যাত্রী  ১৩ মিলিয়ন

 

৭. ডেল্টা এয়ারলাইন্স- যুক্তরাষ্ট্র

পৃথিবীর পুরনো ১০ এয়ারলাইন্স
 ডেল্টা এয়ারের প্লেন, ছবি: সংগৃহীত

 

শুরু ১৯২৪
প্রথম ফ্লাইট ১৯২৪
সর্বমোট যাত্রী ১৯২.৫ মিলিয়ন

 

৮. এয়ার সার্বিয়া- সার্বিয়া

পৃথিবীর পুরনো ১০ এয়ারলাইন্স
এয়ার সার্বিয়ার প্লেন, ছবি: সংগৃহীত

 

শুরু ১৯২৭
প্রথম ফ্লাইট মে, ১৯২৭
সর্বমোট যাত্রী: ২.৫ মিলিয়ন

 

৯. আইবারিয়া- স্পেন

পৃথিবীর পুরনো ১০ এয়ারলাইন্স
আইবেরিয়া এয়ারলাইন্সের একটি প্লেন, ছবি: সংগৃহীত

 

শুরু ১৯২৭
প্রথম ফ্লাইট ১৯২৭
সর্বমোট যাত্রী ২০ মিলিয়ন

 

১০. ব্রিটিশ এয়ারওয়েজ- যুক্তরাজ্য

পৃথিবীর পুরনো ১০ এয়ারলাইন্স
ব্রিটিশ এয়ারওয়েজের প্লেন, ছবি: সংগৃহীত

 

শুরু ১৯১৯
প্রথম ফ্লাইট আগস্ট ১৯১৯
সর্বমোট যাত্রী ৪৪.১ মিলিয়ন

সূত্র: মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন

এ সম্পর্কিত আরও খবর