যমজ ভাইদের অভিনব রান্না

, ফিচার

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-23 01:19:58

হুবহু যমজ ভাইবোনরা নাকি পরস্পরের মনের কথাও বোঝেন৷ বেলজিয়ামে দুই যমজ রাঁধুনি সেই সুবিধা কাজে লাগিয়ে অসাধারণ সৃষ্টির কাজে মেতে রয়েছেন৷ তাদের খাদ্যের খ্যাতি গোটা দেশে ছড়িয়ে পড়েছে৷ স্ক্যালপের সঙ্গে টাইম পাতা দেওয়া মাখন৷ বেলজিয়ামের দুই নামকরা রাঁধুনি সরাসরি বাসায় এমন সুস্বাদু খাবার পৌঁছে দেন৷ ক্রিস্টফ ও স্টেফান বক্সি সেই ক্যাটারিং ব্যবসা চালান৷ ছোটবেলা থেকেই দুই ভাই হাঁড়িকড়া নিয়ে নাড়াচাড়া করতেন৷ রান্নার ক্ষেত্রে তারা একে অপরের সম্পূরক৷ দুই রাঁধুনির একই স্বাদ পছন্দ৷ আসলে দু'জনেই হুবহু যমজ৷ দুই ভাইয়েরই মশলাদার খাবার পছন্দ, চাই ভালো স্বাদ৷ বক্সি-ভাইরা অনবদ্য সৃষ্টির কাজে মেতে রয়েছেন৷ বেলজিয়ামের উত্তরে খেন্ট শহরের উপকণ্ঠে তাদের ডেরা৷ কাঁচ দিয়ে তৈরি আধুনিক রান্নাঘর স্টুডিও দেখলে বোঝা যায়, এখানে নানা পরীক্ষা-নিরীক্ষা চলে৷ দু'জনের মধ্যে সত্যি দারুণ বোঝাপড়া রয়েছে৷ একেবারে নতুন এক স্টার্টার পরীক্ষা করেন৷ যেমন একটি পদের উপকরণ শুকনা স্প্রিং অনিয়ন, পার্সলে পাতার শিকড়ের ভরতা ও ডিম৷ তারা প্রত্যেকটি নতুন পদ এঁকে রাখেন, সঙ্গে সব উপকরণের নাম, মাপ ও ওজন লিখে রাখা হয়৷ দু'জনের কাজও ভাগ করা থাকে৷ স্টেফান সৃজনশীল দিকটা দেখেন৷ আর ক্রিস্টফ বাস্তব দিকটা সামলান৷ ভাইয়ের সৃজনশীলতার ঠেলা সামলাতে প্রায়ই তিনি হিমশিম খেয়ে যান৷ ক্রিস্টফ বলেন, ‘‘আমি কোনো ক্যাটারিং ইভেন্টে গিয়ে খাদ্য তালিকা দেখে ভাবি, সমস্যায় পড়েছি৷ তখন ভাইকে ডাকতে হয়৷ কিন্তু আমি তার চিন্তাভাবনা বুঝতে পারি৷ তাই তো আমরা যমজ৷ সেটাই আমাদের সুবিধা৷....তুমি কী ভাবছো, কী করছো, সব সময় তা অনুমান করতে পারি৷’’ এর মধ্যে তাদের রন্ধনশিল্পের খ্যাতি গোটা দেশে ছড়িয়ে পড়েছে৷ দু'জনে মিলে বেশ কয়েকটি রেসিপি বই লিখেছেন৷ টেলিভিশনেও তাদের নিজস্ব কুকিং শো রয়েছে৷ গোপন ক্যামেরা নিয়ে তারা ২০১৫ সালে ব্রাসেলস শহর ঘুরেছেন এবং নিজেদের পছন্দের কাজ করেছেন৷ অর্থাৎ খাওয়াদাওয়া, আড্ডা, তর্ক-বিতর্ক ও আরও খাওয়া৷ যমজ হওয়ার কারণে তারা নজর কাড়েন বেশি৷ ১৯৬১ সালে জন্মের পর থেকেই তারা এক অবিচ্ছেদ্য টিম৷ রান্নার নেশাও একসঙ্গে তৈরি হয়েছিল৷ সাধারণ মানুষ গাড়ি, লেগো, পুতুল সৈন্য নিয়ে খেলে৷ তারা বালুতে হাঁড়ি নিয়ে খেলতেন৷ ২১ বছর বয়সে দুই ভাই প্রথম রেস্তোরাঁটি খোলেন৷ অসাধারণ সৃষ্টিকর্মের স্বীকৃতি হিসেবে তারা একটি মিশেলিন স্টার খেতাবও পেয়েছেন৷

এ সম্পর্কিত আরও খবর