পদ্মার বুকে ‘হুদহুদ’

বিবিধ, ফিচার

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 21:59:19

পাখিটির মাথায় রয়েছে ঝুঁটি। বাদামি শরীর এবং ডানা ও লেজে রয়েছে সাদা-কালো দাগ। এ পাখির নাম হুদহুদ। 

ইতিহাসে পাওয়া যায় এই পাখির নাম। হুপো নামে একটি পাখির নামানুসারে এই পাখিটির নামকরণ করা হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা পাওয়া যায় পাখিটির। বিশেষ করে ঢাকা ও এর আশপাশে এর সংখ্যা বেশি।

তবে শিকারিদের ফাঁদে মৃত্যুতে কমে আসছে এর সংখ্যা। সম্প্রতি হুদহুদের দেখা মেলে পদ্মার পাড়ে। পদ্মার বুকে উড়ে বেড়ায় এরা।

মাওয়া প্রান্তে হুদহুদের বেশ কিছু অনিন্দ্য সুন্দর ছবি ধারণ করেছেন বার্তা২৪.কমের আলোকচিত্রী সুমন শেখ।







এ সম্পর্কিত আরও খবর