চোখের সামনে নিজেদের সহায় সম্বল পুড়ে যেতে দেখছেন অসহায় বস্তিবাসী। বহু কষ্টে জমানো নিজের শেষ সম্বলটুকু পুড়ে কয়লা হয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ছেন তারা।
ছাইয়ের স্তূপে নিজেদের শেষ সম্বল খুঁজছেন অনেকেই। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা নিজেদের পুড়ে যাওয়া ঘরের ছাইয়ের স্তূপে হন্যে হয়ে খুঁজছেন যদি কিছু অবশিষ্ট থেকে যায় সেই আশায়।
বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের একদিন পর কেমন আছে রূপনগর বস্তিবাসী? ছবিতে তা তুলে ধরেছেন বার্তা২৪.কম-এর আলোকচিত্রী শাহরিয়ার তামিম।
ঘর নেই, খাবার নেই, স্বপ্ন পুড়ে ছাই।
সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে রয়েছেন হাজারো মানুষ। চোখে-মুখে এখনো আগুনের সেই ভয়।
আগুনে ঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এখন কোথায় যাবেন, কীভাবে থাকবেন তার হিসাব মেলাতে পারছেন না তারা । যেন এক মুহূর্তে সব শেষ হয়ে গেল।
আকাশে রোদ, আগুনের আঁচ নেই, তবে রয়ে গেছে পোড়ার গন্ধ। স্বপ্ন পোড়া গন্ধ।
মাথার উপর ঘরের চাল নেই। আছে খোলা আকাশ। এই আকাশের নিচেই নতুন করে স্বপ্ন বুনছে বস্তিবাসী।