রাজধানীর গরুর হাট

, ফিচার

ফটো ও স্টোরি সুমন শেখ | 2023-08-25 21:17:17

পোস্তগোলা শশ্মান ঘাট সংলগ্ন বালুর মাঠে গড়ে উঠেছে অস্থায়ী গরুর হাট। 

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নদী পথে গরু নিয়ে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা।

ট্রলার ভর্তি গরু নিয়ে ব্যবসায়ীরা শশ্মান ঘাটে ট্রলার থামানোর পর গরুগুলোকে নামানোর প্রস্তুতি চলছে।

এবার একে একে সতর্কতার সাথে ট্রলার থেকে গরুগুলোকে নামাতে থাকে।

গরু নামানোর সময় এলাকার উৎসুক জনতা তা দেখার জন্যে ঘাটে ভিড় করে।

অবশেষে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা গরু ব্যবসায়ীরা তাদের গরুগুলোকে হাটের নির্দিষ্ট স্থানে রেখে হাটকে জমিয়ে তুলেছে।

 গোসল শেষে এবার ক্লান্ত গরুদের খাবারের পালা,  তাই একজন ব্যবসায়ী তার গরুদের খাবার বানিয়ে দিচ্ছে।

 

অনেকটা পথ ট্রলারে চড়ে আসার পর গরুগুলোকে বুড়িগঙ্গা নদীতে গোসল করাতে ব্যস্ত গরু ব্যবসায়ীরা।

 

রাজধানীর বিভিন্ন গরুর হাটগুলো যখন জমতে শুরু করেছে ঠিক তখনই যে ঈদ অতি নিকটে চলে আসছে। এমনি মনে করছে এই শিশু শিক্ষার্থী তাই তো মাথায় ঈদ মোবারক নিয়ে হাটে গরু দেখতে আসা।

এ সম্পর্কিত আরও খবর