নগরীর নদীতে ’পাল তোলা নৌকা’!

, ফিচার

ফটো: সৈয়দ মেহেদী হাসান | 2023-09-01 10:19:34

বুড়িগঙ্গা। ইট পাথরের কর্মব্যস্ত নগর ঢাকার নদী। অতীতে এই নদীর বুকে নানা সুখ স্মৃতি থাকলে এখন শুধু হাজারো বিরক্তির সঙ্গে উৎকট দুর্গন্ধ ও কুচকুচ কালো পানি। নদীর বুক চিরে ইঞ্জিনের গর্জন তোলা জাহাজ নৌকার চলাচল। 

গৌরব হারানো বুড়িগঙ্গার বুকে শরতের এক সকালে দেখা মিলল নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যবাহি পাল তোলা নৌকা।

সকালের নীল আকাশে ছিল খণ্ড খণ্ড শুভ্র তুলা মেঘ। মাঝে মাঝে আচমকা কালো মেঘের ঘনঘটায় ছিল বৃষ্টিরও আভাস।

শরতে এমন স্নিগ্ধ পরশে বাহারি রঙের পাল তোলা নৌকা দেখে শহুরে মানুষেরও ফেলে আসা গ্রামের মধুর স্মৃতির ঝাঁপি আপনা হতেই মনে উঁকি দিবে।  

রাজধানীর একঘেঁয়েমী জীবনে বুড়িগঙ্গার বুকে পাল তোলা নৌকা একটু হলে প্রশান্তির পরশ বুলিয়ে দেয়।

এ সম্পর্কিত আরও খবর