ইতালিতে প্রথম বাংলাদেশি হিসেবে করোনার টিকা নিলেন স্বর্ণা

, প্রবাসী

ইসমাইল হোসেন স্বপন, বার্তা২৪.কম, ইতালি | 2023-08-30 05:34:07

ইতালির ভেনিসে প্রথম বাংলাদেশি হিসেবে করোনার ফাইজার ভ্যাকসিন গ্রহণ করছেন কেরানীগঞ্জের স্বর্ণা রহমান। ২৭ বছর বয়সী স্বর্ণা রহমান ২০০৪ সাল থেকে পরিবারের সাথে ইতালিতে বসবাস করছেন। পরে দেশটির একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। ঢাকার কেরানীগঞ্জের দোহারের এক বনেদি পরিবারের সন্তান স্বর্ণা।

স্বর্ণা রহমান (২৭) ভেনিসের ‘সান পাওলো মনফালকোন’ হাসপাতালে স্বাস্থ্য সেবিকা হিসেবে কর্মরত আছেন। স্বাস্থ্য সেবিকা হিসেবে ইতালির ভ্যাকসিন প্রয়োগের প্রথম ধাপের কয়েকজনের মধ্যে এবং বাংলাদেশিদের মধ্যে ৩১ ডিসেম্বর প্রথম করোনার ফাইজার ভ্যাকসিন নিলেন স্বর্ণা।

এদিকে গত ১০ জানুয়ারি আরেক বাংলাদেশি শরীফ হাসান (২৫) করোনার ভ্যাকসিন গ্রহণ করেন। দেশটির মিলান শহরের সানপাওলো হাসপাতালে করোনা টিকা নেন তিনি। হাসান শরীফ ২০১১ সাল থেকে মিলান সানপাওলো হাসপাতালে রোগীদের খাদ্য সেবায় নিয়োজিত আছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া মহামারি করোনার আক্রমণে বিপর্যস্ত হয়ে ইতালি যেন মৃত্যুপুরীতে পরিণত হয়। ধাপে ধাপে লকডাউন, জরুরি অবস্থা, বিধিনিষেধ আরোপ করে দেশটির সরকার। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ইতালিতে বেশ কয়েকজন বাংলাদেশিসহ প্রাণ হারিয়েছে ৮০ হাজার ৩২৬ জন।

তবে ইতালি সরকারের সর্বোচ্চ চেষ্টায় দেশটি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ইতালিতে দুই ধাপে প্রায় ১৫ হাজার করোনা টিকা দেওয়া হয়েছে। ইতালি সরকার বলছে খুব শিগগিরই সাধারণ জনগণকেও করোনার ভ্যাকসিন দেওয়া হবে।

ইতালিতে প্রায় ৩০০টি ভ্যাকসিন বিতরণ সাইট থাকবে। টিকা দেওয়ার প্রচারণা চরম পর্যায়ে এলে তা বেড়ে ১ হাজার ৫০০ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর