মালদ্বীপের স্টেট শিপিংয়ের পরিচালকের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

, প্রবাসী

কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মালদ্বীপ | 2023-08-30 04:58:05

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান দেশটি মালদ্বীপ স্টেট শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন আবদুল্লাহ সাঈদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত সোমবার (২৬ এপ্রিল) মালদ্বীপ স্টেট শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রাষ্ট্রদূতকে তার দপ্তরে রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন- দূতালায়ের তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া।

বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে পণ্য পরিবহনের জন্য সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত  বাংলাদেশ উৎপাদিত শিল্পজাত পণ্য, তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যাল সামগ্রী এবং নির্মাণ সামগ্রীর গুণগত মান সম্পর্কে ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করেন।

ক্যাপ্টেন সাঈদ আশাবাদ ব্যক্ত করেন বলেন, বন্ধুপ্রতিম এই দুটি দেশের মধ্যে সরাসরি শিপিং লাইন চালু হলে দু'দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সেটি এক নব দিগন্তের সূচনা করবে।

এ সম্পর্কিত আরও খবর